PF Scam

পিএফ অফিসে দালাল চক্র, বহরমপুরে গ্রেফতার ১

মুর্শিদাবাদের সুতি থানার ব্যাঙডুবি মোড় সংলগ্ন এলাকা থেকে পুলিশ ১ জনকে গ্রেফতার করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বহরমপুর শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২০ ১৮:০৫
Share:

গ্রেফতার হওয়া যুবক।—নিজস্ব চিত্র।

প্রভিডেন্ট ফান্ডের অফিসে দালাল চক্র। বহরমপুরে সম্প্রতি এমন অনেক অভিযোগ উঠেছে। এ বার গ্রেফতার ১ ব্যক্তি।

Advertisement

সম্প্রতি দালাল চক্র থেকে কোনও রকমে রক্ষা পেয়েছেন দেবীপুরের বাসিন্দা জাহির হোসেন। তিনি জানিয়েছেন, বাবার প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার জন্য অনলাইন আবেদন করেছিলেন তিনি। কিন্তু প্রভিডেন্ট অফিস থেকে ফোন করে বলা হয়, কাগজে ভুল রয়েছে। এ ভাবে টাকা তোলা যাবে না। তার জন্য অতিরিক্ত ১,৫০০ টাকা দিতে হবে।

জাহির জানিয়েছেন, কাগজে কী ভুল রয়েছে, বার বার তা জানতে চাইলেও সদুত্তর মেলেনি। বরং, টাকা না দিলে ফাইল আটকে যাবে বলে হুমকিও দেওয়া হয় তাঁকে। তার পরই পুলিশের দ্বারস্থ হন জাহির। প্রভিডেন্ট ফান্ড দফতরের কর্মীরাও এর সঙ্গে জড়িত রয়েছেন বলে অভিযোগ তাঁর।

Advertisement

এই ঘটনায মুর্শিদাবাদের সুতি থানার ব্যাঙডুবি মোড় সংলগ্ন এলাকা থেকে পুলিশ ১ জনকে গ্রেফতার করেছে। ধৃত ব্যাক্তির পরিচয় এখনও গোপন রেখেছে পুলিশ। তিনি একা এই কাজ করতেন না কি এর পিছনে গোটা চক্র রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন