Allegation Against BSF

বাংলাদেশি সন্দেহে টিউশন ফেরত বালক ও তার মাকে মারধর, নদিয়ায় বিএসএফের বিরুদ্ধে থানায় অভিযোগ!

স্থানীয় সূত্রে খবর, টিউশন পড়ে মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল ১১ বছরের এক খুদে। অভিযোগ, সেই সময় ওই শিশুকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে আটকায় বিএসএফ। কথাবার্তার সময় নাবালক এবং তার মা, দু’জনকেই মারধর করা হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ১৮:২২
Share:

আহত নাবালকের চিকিৎসা চলছে হাসপাতালে। —নিজস্ব ছবি।

বাংলাদেশি সন্দেহে নাবালক এবং তার মাকে মারধরের অভিযোগ উঠল সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) জওয়ানের বিরুদ্ধে। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা নদিয়ার চাপড়া থানার সীমান্তবর্তী গ্রামে। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, টিউশন পড়ে মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল ১১ বছরের এক খুদে। অভিযোগ, সেই সময় ওই শিশুকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে আটকায় বিএসএফ। কথাবার্তার সময় নাবালক এবং তার মা, দু’জনকেই মারধর করা হয় বলে অভিযোগ। শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন। ওই খবর ছড়িয়ে পড়তেই সোমবার সন্ধ্যায় উত্তেজনা ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী হাটখোলা গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর গেট এলাকায়। বিএসএফের সংশ্লিষ্ট জওয়ানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে চাপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে শিশুটির পরিবার।

নাবালকের মায়ের অভিযোগ, ‘‘হঠাৎ আমাদের পথ আটকে জিজ্ঞাসাবাদ শুরু করে বিএসএফ। আমরা পরিচয় দেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু জওয়ানেরা তা শুনতে চাননি। আমার ছেলেকে মেরেছে। আমার গায়েও হাত তুলেছে।’’ ওই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে এলাকার মানুষ জড়ো হন এলাকায়। তাঁদের অভিযোগ, যখন তখন গ্রামে ঢুকে তল্লাশি চালাচ্ছে বিএসএফ। বিক্ষোভ সামলাতে ঘটনাস্থলে যায় চাপড়া থানার পুলিশ।

Advertisement

পুলিশের একটি সূত্রে খবর, বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং নির্যাতনের অভিযোগ তুলে চাপড়া থানায় লিখিত অভিযোগ করেছে একটি পরিবার। ঘটনার তদন্ত চলছে। তবে এ নিয়ে বিএসএফ এ পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement