Domkal Police Super

বিধায়কদের সামনে কড়া বার্তা পুলিশ সুপারের

ডোমকল থানা প্রাঙ্গণে ডোমকল থানা ও কেন্দ্রীয় শান্তি কমিটির উদ্যোগে একটি রক্তদান শিবিরের অনুষ্ঠানে এসেছিলেন পুলিশ সুপার।

সুজাউদ্দিন বিশ্বাস

শেষ আপডেট: ২৯ মে ২০২৫ ০৯:০৯
Share:

বুধবার রক্তদান শিবিরে কুমার-সানি রাজ। ছবি সাফিউল্লা ইসলাম।

মঞ্চে বসে তৃণমূলের দুই বিধায়ক। মুর্শিদাবাদের রানিনগরের সৌমিক হোসেন ও ডোমকলের জাফিকুল ইসলাম। সামনে আরও বেশ কিছু নেতা। বুধবার ডোমকল থানা চত্বরে রক্তদান শিবিরের সেই সভায় বলতে উঠে বহরমপুর-মুর্শিদাবাদ পুলিশ-জেলার সুপার কুমার সানি রাজ বলেন, ‘‘এলাকায় অনেকেই আছেন, যাঁরা তিন-চারটে গাড়ি নিয়ে ঘোরাফেরা করেন। নিজেকে বড় নেতা ভাবেন। তাঁদেরও বলে যাচ্ছি পুলিশের থেকে আপনার মাথা যদি বড় হয়ে থাকে, আপনার মাথায় যদি অন্য কিছু ঘুরপাক খেতে থাকে, তা হলে আজই বাড়ি গিয়ে সেগুলো মাথা থেকে ঝেড়ে ফেলুন। আমি তৈরি আছি, সরকার যে দিন বলবে চলে যাব। কিন্তু আমি যত দিন আছি, ডোমকল যেমন আছে, তেমন থাকবে।’’

তবে পুলিশ সুপার কেবল নেতাদের নয়, পুলিশকেও এ দিনের ওই অনুষ্ঠান থেকে কড়া বার্তা দিয়েছেন। বলেছেন, ‘‘প্রত্যেকটা দফতরে কিছু খারাপ মানুষ থাকে। পুলিশের মধ্যেও সেই রকম কিছু মানুষ আছেন। আমি মেল ২৪ ঘণ্টা চেক করি, ফোন সব সময় খোলা থাকে। সে রকম কিছু বিষয় জানানোর থাকলে স্থানীয় থানায় জানাবেন। প্রয়োজনে, আমাকে জানাবেন।’’

এ দিন ডোমকল থানা প্রাঙ্গণে ডোমকল থানা ও কেন্দ্রীয় শান্তি কমিটির উদ্যোগে একটি রক্তদান শিবিরের অনুষ্ঠানে এসেছিলেন পুলিশ সুপার। তবে তাঁর বক্তব্য জুড়ে ছিল আইনশৃঙ্খলার প্রসঙ্গ। আগামী বছর বিধানসভা নির্বাচন। সে কারণেই পুলিশ সুপারের এই কড়া বার্তা বলে মনে করছে জেলার পুলিশ ও প্রশাসনের একাংশ।

সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, ‘‘আমরা চাই, পুলিশ সুপারের বক্তব্য বাস্তবে কার্যকরী হোক। অসহায় মানুষ সুশাসন পান।’’ ডোমকলের বিধায়ক তৃণমূলের জাফিকুল ইসলামের বক্তব্য, ‘‘ডোমকল ভাল থাকলে, সব থেকে খুশি হব আমরা। কারণ, জনপ্রতিনিধি হিসেবে আমাদেরও একটা দায়থেকে যায়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন