‘চিৎপটাং’ রুখতে পুরোহিত প্রশিক্ষণ

আসলে ‘পার্ট টাইম’ পুরোহিত কি না। তাই মন্ত্র বদলে গিয়েছে। ওই মন্ত্র শুনে কুমারনাথের সরস টিপ্পনি ছিল, ‘‘সপ্তঋষির যদি এই চিতপটাং দশা হয়, তবে পূর্বপুরুষদের অবস্থাটা সহজেই অনুমেয়!’’

Advertisement

অনল আবেদিন

বহরমপুর: শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৮ ০৭:২০
Share:

পুরোহিত প্রশিক্ষণ জিয়াগঞ্জে। নিজস্ব চিত্র

বিদ্বান-পণ্ডিতদের প্রাচীন শহর মঠ-মন্দিরের নবদ্বীপ। সেখানেই কিনা গঙ্গাপাড়ে ‘চিতপটাং’ মন্ত্রে তর্পণ করানোর ঘটনা ঘটেছিল। আর তা শুনে সংস্কৃতজ্ঞ প্রবীণ পণ্ডিত কুমার ভট্টাচার্য একদা হতবাক হয়ে গিয়েছেলেন। গঙ্গাপাড়ে হঠাৎই পণ্ডিতমশাইয়ের কানে এসেছিল— ‘মরীচি চিতপটাং, অত্রি চিতপটাং, অঙ্গীরা চিতপটাং, পুলহ চিতপটাং।’ আসলে মন্ত্রটি হবে ‘মরীচি স্ত্প্যতাম্, অত্রি স্ত্প্যতাম্, অঙ্গীরা স্ত্প্যতাম্, পুলহ স্ত্প্যতাম্।’

Advertisement

আসলে ‘পার্ট টাইম’ পুরোহিত কি না। তাই মন্ত্র বদলে গিয়েছে। ওই মন্ত্র শুনে কুমারনাথের সরস টিপ্পনি ছিল, ‘‘সপ্তঋষির যদি এই চিতপটাং দশা হয়, তবে পূর্বপুরুষদের অবস্থাটা সহজেই অনুমেয়!’’ জেলার পুরোহিতদের এই অবস্থায় ফেলতে চায় না ‘মুর্শিদাবাদ জিয়াগঞ্জ আজিমগঞ্জ ব্রাহ্মণ পুরোহিত কল্যাণ সমিতি’। তাই ক্রম পর্যায় মেনে সঠিক মন্ত্র, সঠিক উচ্চারণে কী ভাবে পড়তে হয় তার তিন দিনের প্রশিক্ষণ শিবির হয়ে গেল। গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সেই প্রশিক্ষণ শিবির শেষে ৩০৪ জন দুঃস্থকে বস্ত্র দান করেন পুরোহিতেরা।

বিভিন্ন পুজোর সময় পুরোহিতের খুব আকাল পড়ে। তখন ‘পার্ট টাইম’ পুরোহিতের কদর বাড়ে। ‘পার্ট টাইম’ মানে সারা বছর চাকরি করেন, দোকান চালান, গৃহশিক্ষকতা করেন আর বিশেষ বিশেষ পুজোর সময় পুরোহিতের কাজ করেন। বিশ্বকর্মা পুজো, দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো, নারায়ণ পুজো ও তর্পণের মতো ধর্মীয় অনুষ্ঠানে মন্ত্রোচ্চরণের জন্য বেরিয়ে পড়েন তাঁরা। সারা বছরের চর্চা না থাকায় ‘পার্ট টাইম’ পুরোহিতদের উচ্চারণে ভুল হয়। ‘পুরোহিত কল্যাণ সমিতি’র সম্পাদক ৬৩ বছরের নাড়ুগোপাল চট্টোপাধ্যায় সেই ভুলের নমুনা পেশ করে বলেন, ‘‘হবে খর্বং স্থুল তনুং। কিন্তু উচ্চারণ করছেন ‘খর্ব স্তুল তনু’। আসলে বাপ ঠাকুরদার কাছে শেখা মন্ত্রের আর কোনও চর্চা নেই তো! ফলে এই জাতীয় ভুল হয়। সেই সংশোধনের জন্যই আমাদের এই অবৈতনিক প্রশিক্ষণ শিবিরের আয়োজন।’’ ‘পুরোহিত কল্যাণ সমিতি’র সভাপতি স্বাধীন ভট্টাচার্য বলেন, ‘‘কোন মন্ত্রের পর কোন মন্ত্র পড়তে হবে সেই বিষয়ে শাস্ত্র মতে সুনির্দিষ্ট ক্রম রয়েছে। কিন্তু অনেকেই সেই ক্রম জানেন না।’’

Advertisement

আবার বাজার চলতি পুরোহিত দর্পণের ছাপার ভুলের জন্যও অনেকে ভুলভাল মন্ত্রোচ্চারণ করেন। এই সবের জন্যই বছরে অন্তত এক বার পুরোহিতদের প্রশিক্ষণ জরুরি। জরুরি আরও একটা কারণে। লালগোলার রতন ঘোষ বলেন, ‘‘বিশ্বকর্মা পুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো, নারায়ণ পুজো ও তর্পণের মতো ধর্মীয় অনুষ্ঠানে পুরোহিতদের খুব টান পড়ে। তখন ‘পার্ট টাইম’ পুরোহিতদের দ্বারস্থ হতে হয়। তাই প্রশিক্ষণ খুব জরুরি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন