অস্ত্র বিক্রি করতে এসে ধৃত

পুলিশ জানিয়েছে, ধৃতের নাম নিয়ামত শেখ। তার বাড়ি লালগোলার নতুন দিয়ারায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রঘুনাথগঞ্জ শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৯ ০১:২৭
Share:

বাজেয়াপ্ত করা আগ্নেয়াস্ত্র। —নিজস্ব চিত্র।

লালগোলা থেকে রঘুনাথগঞ্জে আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে পুলিশের হাতে ধরা পড়ল এক যুবক। সোমবার রঘুনাথগঞ্জের উমরপুরে এক হোটেলের সামনে থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে মিলেছে ৭টি পিস্তল ও ১২ রাউন্ড। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম নিয়ামত শেখ। তার বাড়ি লালগোলার নতুন দিয়ারায়।

Advertisement

জঙ্গিপুরের অতিরিক্ত পুলিশ সুপার নিমা নরবু ভুটিয়া জানান, আগ্নেয়াস্ত্রগুলি বিক্রি করার জন্যই আনা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। বৃহস্পতিবারেও সাগরদিঘির চন্দনবাটিতেও লালগোলা থেকে আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে ধরা পড়ে রুবেল শেখ নামে এক যুবক।

পুলিশের অনুমান, মুঙ্গের থেকে কারিগর এনে কালিয়াচকে দিশি পিস্তল তৈরি করা হচ্ছে। নিয়ামত যে আগ্নেয়াস্ত্র বিক্রি করতে আসছে, সে কথা পুলিশ আগেই জানত। সেই মতো আইসি সৈকত রায়-সহ জনা ছয়েক পুলিশকর্মী হোটেলের পাশেই অপেক্ষা করছিলেন। নিয়ামত একটি নাইলনের ব্যাগ নিয়ে বাস থেকে নামতেই তাকে গ্রেফতার করা হয়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন