Arrest

সরকারি চাল পাচারের অভিযোগে গ্রেফতার চাল ব্যবসায়ী, তদন্তে নয়া মোড়

পুলিশি জিজ্ঞাসাবাদে উঠে আসে বিজয়ের নাম, যিনি দীর্ঘদিন ধরেই এই ব্যবসায় যুক্ত বলে সন্দেহ। অবশেষে মঙ্গলবার গয়েশপুর ফাঁড়ির পুলিশ আধিকারিকেরা তাঁকেও গ্রেফতার করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৫ ২৩:১৫
Share:

—নিজস্ব চিত্র।

সরকারি রেশন চাল মজুত ও বেআইনি ভাবে বিক্রির অভিযোগে এ বার গ্রেফতার কল্যাণীর এক নামী চাল ব্যবসায়ী বিজয় মাহাতো। সোমবার দুপুরে হরিণঘাটায় পাচারের পথে থাকাকালীন গয়েশপুর পুলিশ ফাঁড়ির হাতে উদ্ধার হয় ৮০ বস্তা রেশনের চাল। সেই সময়েই গ্রেফতার হন মোটর ভ্যানচালক সম্রাট ঘোষ।

Advertisement

পুলিশি জিজ্ঞাসাবাদে উঠে আসে বিজয়ের নাম, যিনি দীর্ঘদিন ধরেই এই ব্যবসায় যুক্ত বলে সন্দেহ। অবশেষে মঙ্গলবার গয়েশপুর ফাঁড়ির পুলিশ আধিকারিকেরা তাঁকেও গ্রেফতার করেন। ওই দিনই দুই অভিযুক্তকে কল্যাণী মহাকুমা আদালতে পেশ করা হলে আদালত তাঁদের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ সূত্রে খবর, এই পাচারচক্রে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, অন্য কোথাও সরকারি রেশন চাল মজুত করে রাখা হয়েছে কি না, তা নিয়েও শুরু হয়েছে তল্লাশি। তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement