রাস্তা অবরোধ

জমা জল সরানোর দাবিতে শুক্রবার আমতলা-রাধানগরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল তৃণমূল কর্মীরা। তৃণমূলের নওদা ব্লক সভাপতি জুলফিকার আলি ভুট্টো বলেন, ‘‘পাটিকাবাড়ি বাজার এলাকা জলমগ্ন। এলাকার কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের এ ব্যাপারে কোনও হেলদোল নেই। তাই বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৫ ০১:১৮
Share:

জমা জল সরানোর দাবিতে শুক্রবার আমতলা-রাধানগরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল তৃণমূল কর্মীরা। তৃণমূলের নওদা ব্লক সভাপতি জুলফিকার আলি ভুট্টো বলেন, ‘‘পাটিকাবাড়ি বাজার এলাকা জলমগ্ন। এলাকার কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের এ ব্যাপারে কোনও হেলদোল নেই। তাই বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।’’ প্রধান তফিকুল বিশ্বাস বলেন, ‘‘ওই এলাকা সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে যায়। বিক্ষোভকারীদের দাবি, রাজ্য সড়ক কেটে জল নামাতে হবে। সেটা বিডিওকে জানিয়েছি।’’ নওদার বিডিও লিটন লাহা জানান, দ্রুত জল নামানোর ব্যবস্থা করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement