Woman Death In Nadia

পাটের খেতে মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার নদিয়ায়! খুনি ও খুনের কারণ খুঁজছে পুলিশ

স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে মাজদিয়া-গেদে রাজ্য সড়কের পাশে টুঙ্গি রেলগেট সংলগ্ন এলাকায় পাটের খেতে মুক্তিকে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচলতি কয়েক জন মানুষ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুন ২০২৫ ১৩:৪৮
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

পাটের খেত থেকে এক মহিলার ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল নদিয়ার কৃষ্ণগঞ্জে। রবিবার সকালে টুঙ্গি রেলগেট সংলগ্ন এলাকা থেকে ওই দেহটি উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম মুক্তি বিশ্বাস। বয়স আনুমানিক ৪০ বছর।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে মাজদিয়া-গেদে রাজ্য সড়কের পাশে টুঙ্গি রেলগেট সংলগ্ন এলাকায় পাটের খেতে মুক্তিকে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচলতি কয়েক জন মানুষ। তখনও অবশ্য তাঁর পরিচয় জানা যায়নি। খবর দেওয়া হয় কৃষ্ণগঞ্জ থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে।

মৃতার দেহের পাশে একটি ব্যাগ এবং কিপ্যাড মোবাইল ফোন পড়েছিল বলে জানা গিয়েছে। সেটার সূত্র ধরে মহিলার পরিচয় জানতে পারে পুলিশ। খুনের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে দেহ ময়নাতদন্ত পাঠিয়েছে পুলিশ। কথা বলা হয়েছে প্রত্যক্ষদর্শী এবং মৃতার পরিবারের সঙ্গে।

Advertisement

কৃষ্ণনগর জেলা পুলিশের অতিরিক্ত সুপার (হেড কোয়ার্টার) সঞ্জয়মীত কুমার বলেন, ‘‘এক মহিলাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত চলছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement