Sodepur Deaths

সোদপুরে বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ মিলল বাড়িতে! খুন না আত্মহত্যা? ধোঁয়াশায় পুলিশও, চলছে তদন্ত

শেখরের বয়স ৬৫ বছর। স্ত্রী মনিকার বয়স আনুমানিক ৫৭। বাড়িতে ওই দুই সদস্যই থাকতেন বলে জানা যাচ্ছে। শেখরের ভাইপো বলেন, ‘‘জেঠু-জেঠিমার আর্থিক সমস্যা ছিল না। তবে জেঠিমার স্নায়ুর অসুখ ছিল।’’

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুন ২০২৫ ১২:০৫
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বাড়ি থেকে বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার সোদপুরে। স্থানীয় সূত্রে খবর, সোদপুরের নাটাগড় মহেন্দ্রনগর এলাকার বাসিন্দা শেখর সামন্ত এবং তাঁর স্ত্রী মনিকা সেখানকার দীর্ঘ দিনের বাসিন্দা। রবিবার তাঁদের দেহ উদ্ধার হয়। তবে বৃদ্ধ দম্পতিকে কেউ খুন করেছেন না কি তাঁরা আত্মহত্যা করেছেন, তা স্পষ্ট নয়।

Advertisement

শেখরের বয়স ৬৫ বছর। স্ত্রী মনিকার বয়স আনুমানিক ৫৭। বাড়িতে ওই দুই সদস্যই থাকতেন বলে জানা যাচ্ছে। শেখরের ভাইপো বলেন, ‘‘জেঠু-জেঠিমার আর্থিক সমস্যা ছিল না। তবে জেঠিমার স্নায়ুর অসুখ ছিল। নিয়মিত ওষুধ খেতেন উনি। এ ছাড়া আর কোন সমস্যা ছিল বলে তো শুনিনি। কিন্তু যদি আত্মহত্যা করে থাকেন, কেন তাঁরা এই পথ বাছলেন, জানি না।’’

একই কথা বলছেন শেখরের ভাই। যদিও আত্মীয় এবং প্রতিবেশীরা খুনের অভিযোগও করছেন। এক জনের কথায়, ‘‘কেউ সম্পত্তির লোভে ওঁদের মেরে ঝুলিয়ে দিয়েছে, হতে পারে। পুলিশি তদন্তের দিকে চেয়ে আছি আমরা।’’

Advertisement

ঘোলা থানার পুলিশ প্রাথমিক তদন্তের পর অনুমান করছে, আত্মহত্যা করেছেন ওই দম্পতি। তবে এখনই নিশ্চিত করে কিছু বলেনি তারা। তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রতিবেশীদের। দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে তারা। এক তদন্তকারী অফিসার বলেন, ‘‘ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষাই আছি আমরা। রিপোর্ট এলে পরিষ্কার হওয়া যাবে খুন না আত্মহত্যা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement