Silver screen

জাগবে রুপোলি পর্দা, ঝাড়পোঁছ হচ্ছে জোরকদমে

দীর্ঘদিন বন্ধ থাকার পরে সিনেমা হল চালুর সরকারি ঘোষণা হতেই খানিকটা স্বস্তি ফিরেছে হল মালিক ও হলকর্মীদের মধ্যে। 

Advertisement

কল্লোল প্রামাণিক 

 তেহট্ট ও নবদ্বীপ শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২০ ০২:৩৮
Share:

চলছে প্রস্তুতি। নিজস্ব চিত্র

সরকার ছাড়পত্র দিলেও নবদ্বীপের ‘আলোছায়া হলে’র মালিক ত্রিলোচন ভট্টাচার্য আবার শো চালু করার ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেননি। তিনি বলেন, “সিনেমা হল খোলার কথা বলা হলেও এখন ট্রেন চলছে না। সিনেমা হল চালাতে গেলে যে সব আনুষঙ্গিক বিষয় থাকে সে ব্যাপারে কলকাতার সঙ্গে যোগাযোগ করা খুব সমস্যার। আরও কয়েকটা দিন গেলে তার পর দেখা যাবে।” তবে কর্মচারীরা ভীষণ খুশি। প্রান্তিক হলের এক কর্মচারী তুফান ঘোষ জানান, এখন আসন, আলো ও বিভিন্ন সরঞ্জাম ঠিকঠাক করা হচ্ছে। তাঁর কথায়, “প্রায় তেত্রিশ বছর সিনেমা হলে কাজ করছি। এমন অবস্থায় আগে কখনও পড়তে হয়নি। এই ক’মাস রোজগার তো ছিলই না, তা ছাড়া প্রতি দিনের কাজ ছেড়ে বাড়িতে বসে থাকাও খুব কঠিন। অবশেষে যে সিনেমা হল খুলছে, এর চেয়ে ভাল খবর আর নেই।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন