সীমান্তে বোনের হাতে বাঁধা পড়ল বিএসএফ

ভারী বন্দুকটা নামিয়ে রেখে খুব নরম করে বললেন উর্দিধারী— ‘‘আজ সকাল থেকেই মনটা বড্ড খারাপ জানেন, শুধুই মনে পড়ছিল দিদির কথা। সেই বছর দুয়েক আগে রাখি পরেছিলাম গত কাল ফোনে কথা হল, কথা দিয়েছিলাম, যাব, হল না।’’

Advertisement

মৃন্ময় সরকার

ভগবানগোলা শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৮ ০৩:০২
Share:

ভারী বন্দুকটা নামিয়ে রেখে খুব নরম করে বললেন উর্দিধারী— ‘‘আজ সকাল থেকেই মনটা বড্ড খারাপ জানেন, শুধুই মনে পড়ছিল দিদির কথা। সেই বছর দুয়েক আগে রাখি পরেছিলাম গত কাল ফোনে কথা হল, কথা দিয়েছিলাম, যাব, হল না।’’

Advertisement

সারা বছর শুধু এই দিনটার জন্য অপেক্ষা করে থাকেন ওঁদের অনেকেই। কেউ পারেন, কেউ আর পারেন না। সীমান্ত প্রহরায় ওঁদের কেউ ভগবানগোলা, কেউ বা আরও সুদূর কোনও নির্জন সীমান্তে।

পরিবার ছেড়ে থাকা সেই সীমান্তরক্ষীদের রাখি বন্ধনে বাঁধলেন ভগবানগোলার একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সংস্থার পক্ষ থেকে দশ জন স্কুল পড়ুয়া ভগবানগোলার চর লগনগোলা সীমান্তে গিয়ে পঞ্চাশ জনেরও বেশী কর্মরত বিএসএফ জওয়ানের হাতে রাখি বেঁধে মিষ্টি মুখ করালেন এ দিন। বিএসএফ এর এক কর্তা বলছেন, ‘‘অনেক দিন পরে মনে হল, সীমান্তেও আমাদের আত্মীয়েরা আছেন!’’ এলাহাবাদ এর বাসিন্দা বছর ত্রিশের এক জওয়ান বলছেন, ‘‘এ বার প্রথম নয়, প্রতি বারই মনকে সান্ত্বনা দিয়ে বোঝাই। তবে এ বার আর মনেই হল না যে বাড়িতে নেই।’’ বিএসএফ-এর আর এক কর্তা বলেন, ‘‘সত্যি বলতে কি জানেন, সকাল থেকেই শুধু বাড়িতে পালন করা রাখির মুহূর্তগুলো ভেসে উঠছিল। তবে আমি ভাবতেই পারিনি, এত বোনের হাত থেকে রাখি পাব। বাড়ির থেকেও যেন বেশি কিছু পেলাম।’’ নিজস্ব চিত্র

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন