ছিনতাইয়ের অভিযোগ করেছিলেন ক্যাশিয়ার। তদন্তে নেমে পুলিশ আটক করল তাঁকেই। সোমবার সকালে থানারপাড়ার টোপলা এলাকার ঘটনা। এ দিন নাজিরপুরের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে টাকা নিতে এসেছিলেন টোপলা ব্যাঙ্কের ক্যাশিয়ার প্রতাপচন্দ্র রায়। ফেরার পথে পাঁচ লক্ষ টাকা এক দুষ্কৃতী ছিনতাই করে বলে তিনি অভিযোগ করেন। অতিরিক্ত পুলিশ সুপার(গ্রামীণ) তন্ময় সরকার বলেন, “ক্যাশিয়ারের বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি থাকায় তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।”