পুলিশের হাত থেকে ছিনতাই

পুলিশের কাছ থেকে এক তৃণমূল কর্মীকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠল অভিযুক্তের পরিবারের বিরুদ্ধে। রবিবার দুপুরে হরিহরপাড়ার ধরমপুর পঞ্চায়েতের খামারমাটি গ্রামের ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৬ ০০:৫১
Share:

পুলিশের কাছ থেকে এক তৃণমূল কর্মীকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠল অভিযুক্তের পরিবারের বিরুদ্ধে। রবিবার দুপুরে হরিহরপাড়ার ধরমপুর পঞ্চায়েতের খামারমাটি গ্রামের ঘটনা। গত ১৩ এপ্রিল রাতে খামারমাটি গ্রামে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে মারপিট হয়। ওই ঘটনায় দু’পক্ষই হরিহরপাড়া থানায় অভিযোগ দায়ের করে। ওই ঘটনায় মূল অভিযুক্ত এলাকার সক্রিয় তৃণমূল কর্মী আনারুল মণ্ডলের

Advertisement

বাড়ি থেকে এ দিন গ্রেফতার করে পুলিশ। পুলিশের জিপে করে করে তাকে নিয়ে থানায় যাওযার সময়ে পরিবারের লোকজন গাড়ি আটকে আনারুলকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয় বলে অভিযোগ।

ধরমপুর অঞ্চল কংগ্রেস সভাপতি সামিউল ইসলাম বলেন, ‘‘ওই পরিবারের লোকজন পুলিশকে মারধর করে। আনারুলকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে যায়া তারা। পরে আনারুলের এক ভাই পুলিশের গলায় হেঁসোও ধরে। ভয়ে পুলিশ এলাকা ছেড়ে পালিয়ে যায়।’’

Advertisement

হরিহরপাড়ার থানার পুলিশ ওসি মনোজ বৈদ্য অবশ্য ওই অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘‘এমন কোনও ঘটনা ঘটেনি। পুলিশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement