Panchayat

আবাসে বেনিয়মের অভিযোগে নদিয়ার পঞ্চায়েতে ভাঙচুর, ‘স্বচ্ছ’ তালিকার দাবি প্রধানের

আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে সোমবার ভাঙচুর করা হয় নদিয়ার নাকাশিপাড়ার বীরপুর ২ পঞ্চায়েত অফিসে। স্থানীয় বাসিন্দাদের একাংশ বিক্ষোভও দেখান। পুলিশ আয়ত্তে আনে পরিস্থিতি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নাকাশিপাড়া শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২২ ১৮:৪৩
Share:

পঞ্চায়েত অফিসে ভাঙচুর। — নিজস্ব চিত্র।

আবাস যোজনায় বেনিয়মের অভিযোগ তুলে নদিয়ার নাকাশিপাড়ার বীরপুর ২ পঞ্চায়েত অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল স্থানীয় বাসিন্দাদের একাংশের বিরুদ্ধে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আয়ত্তে আনে পরিস্থিতি। যদিও বেনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান।

Advertisement

পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে সর্বদলীয় সভা চলছিল দফতরে। সেই সময় অফিসে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁরা পঞ্চায়েত অফিসে চড়াও হয়ে ভাঙচুর চালান বলে অভিযোগ। পঞ্চায়েতের কম্পিউটার, ল্যাপটপ, আলমারি-সহ বেশিরভাগ আসবাবপত্র ভাঙচুর করা হয় বলে অভিযোগ। আসানুর রহমান শেখ নামে এক বিক্ষোভকারী অভিযোগ করেন, ‘‘আবাস যোজনা নিয়ে দুর্নীতি করেছে পঞ্চায়েত। যাঁদের নাম তালিকায় থাকার যোগ্য তাঁদের নাম নেই। অথচ যাঁদের পাকা বাড়ি আছে তাঁদের নাম রয়েছে তালিকায়।’’

যদিও পঞ্চায়েত প্রধান সবিতা সরকার দাবি করেছেন, ‘‘স্বচ্ছ ভাবে, দুর্নীতিমুক্ত তালিকা তৈরি করা হয়েছে। সরকারের নির্দেশ মতো যাঁরা অযোগ্য তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে। যাঁদের নাম বাদ গিয়েছে তাঁরাই অনৈতিক ভাবে পঞ্চায়েত অফিসে ঢুকে আজ ভাঙচুর চালিয়েছে।’’ তাঁর বক্তব্য, ‘‘যাঁরা অনুপযুক্ত তাঁরা ঘর পাবেন না।’’ বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যায় নাকাশিপাড়া থানার পুলিশ। তাঁদের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন