শাবল দিয়ে পিটিয়ে বাবাকে খুন ছেলের

শাবল দিয়ে পিটিয়ে এক প্রৌঢ়কে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ইসলামপুরের শেখপাড়া লোচনপুরের ঘটনা। মৃতের নাম মাইনুদ্দিন শেখ (৫২)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৭ ০০:৪২
Share:

শাবল দিয়ে পিটিয়ে এক প্রৌঢ়কে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ইসলামপুরের শেখপাড়া লোচনপুরের ঘটনা। মৃতের নাম মাইনুদ্দিন শেখ (৫২)। ঘটনার পর থেকে অভিযুক্ত সারফুল শেখ পলাতক বলে পুলিশ জানিয়েছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাইনুদ্দিন শেখের প্রথম পক্ষের ছেলে সারফুল। বছর খানেক আগে বিয়ে করে সে। বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতেই থাকছিল সে। সারিফুলের মা মারুফা খাতুন গ্রামে এক দু’চালার বাড়িতে একাই থাকেন। সারফুলের বাবা মাইনুদ্দিন বছর দুয়েক আগে ফের বিয়ে করেন। দ্বিতীয় পক্ষের স্ত্রীকে গ্রামেই অদূরে বসবাস করছিলেন। তবে মারুফার যাবতীয় খরচ তিনিই বহন করছিলেন।

সম্প্রতি সারফুল শ্বশুরবাড়ির কাছে একটি বাড়ি তৈরি করেন। বাড়ির চালায় টিন বসানোর জন্য মাইনুদ্দিনের কাছে টাকা চায়। কিন্তু মাইনুদ্দিন তা দেননি। তা নিয়ে বাবা ছেলের মধ্যে তিক্ততা সৃষ্টি হয়।

Advertisement

এ দিন, সারফুল মা মারুফার বাড়ির চালার টিন খুলতে যায়। খবর পেয়ে মাইনুদ্দিন আসেন। দু’জনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। তখনই সারফুল শাবল নিয়ে মাইনুদ্দিনের মাথায় মারে। সেখানেই লুটিয়ে পড়ে মাইনুদ্দিন।

পরে পাড়া-প্রতিবেশী ও আত্মীয়স্বজনেরা তড়িঘড়ি ওই প্রৌঢ়কে লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করেন। সেখানে ভর্তির কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান।

মাইনুদ্দিনের ভাই সাদেক শেখ জানান, সারফুল ওই টিন খুলে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার কথা বলে। তাই নিয়ে বাবা ও ছেলের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়ে যায়। ছেলে বলে ওই টিনে তারও ভাগ রয়েছে। অন্য দিকে মাইনুদ্দিনও টিন নিয়ে যেতে দেবেন না। তখন চাল থেকে নীচে নেমে এসে সারফুল আচমকা শাবল দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। মারুফা বিবি থানায় অভিযোগ জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement