—প্রতীকী চিত্র।
প্রধানশিক্ষকের উপস্থিতিতে এবং তাঁর নেতৃত্বে স্কুলচত্বরে পথকুকুরকে পিটিয়ে মারার অভিযোগে শোরগোল নদিয়ার কল্যণীতে। ওই নিয়ে একটি ভিডিয়ো সামাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। তার পরেই অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে সরব স্থানীয় বাসিন্দারা এবং একাধিক পশুপ্রেমী সংগঠন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মঙ্গলবার সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা যায়, মাঠে স্কুলের পোশাকে কয়েক জন নাবালকের সঙ্গে দু’জন দাঁড়িয়ে। তাঁদের সামনে একটি সারমেয় মৃতপ্রায় অবস্থায় পড়ে রয়েছে। সেটিকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। কিছু ক্ষণের মধ্যেই নিস্তেজ হয়ে যায় ওই কুকুরটি। ওই ভিডিয়ো দেখে শিউরে উঠেছেন নেটাগরিকেরা। শুরু হয়েছে নিন্দা। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতেই কল্যাণী থানার দ্বারস্থ হন একদল লোক। তাঁরা পথকুকুরকে পিটিয়ে মারায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানান।
পুলিশের একটি সূত্রে খবর, যেখানে কুকুরটিকে পেটানো হয় সেই জায়গাটি কল্যাণীর নেতাজি বিদ্যামন্দিরের (ফর বয়েজ)। যারা মারধর করছিল, তাদের পরনে ওই স্কুলের ইউনিফর্ম ছিল। যা থেকে অনুমান সকলেই ওই স্কুলের পড়ুয়া এবং সেখানে ছিলেন খোদ প্রধানশিক্ষক। তাঁরা একযোগে সারমেয়টির উপর অত্যাচার চালান বলে অভিযোগ উঠেছে।
অবোলা প্রাণীটির উপর এমন অত্যাচরে স্তম্ভিত স্থানীয়েরা। ইতিমধ্যে স্কুলের প্রধানশিক্ষকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। অন্য দিকে, ওই স্কুলের তরফে এখনও কারও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।