পিকনিকে গিয়ে খুন কলেজ ছাত্র

 বন্ধুদের সঙ্গে পিকনিক করতে গিয়ে খুন হলেন এক তরুণ। নাম অঙ্কুর গড়াই (২০)। তাঁর বাড়ি ভীমপুরের কুলগাছি এলাকায়। তিনি আসাননগর মদনমোহন তর্কালঙ্কার কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৮ ০১:০৫
Share:

নিহত কলেজ ছাত্র অঙ্কুর গড়াই।

বন্ধুদের সঙ্গে পিকনিক করতে গিয়ে খুন হলেন এক তরুণ। নাম অঙ্কুর গড়াই (২০)। তাঁর বাড়ি ভীমপুরের কুলগাছি এলাকায়। তিনি আসাননগর মদনমোহন তর্কালঙ্কার কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

Advertisement

প্রতি বারের মতো এই নববর্ষেও গ্রামের এক পাশে কুলগাছি ফরেস্টে পিকনিক করতে যান ওই যুবকেরা। খাওয়া-দাওয়ার পরেই বছর চল্লিশের এক জন মত্ত অবস্থায় এসে অঙ্কুরকে কোপাতে থাকে। তাঁর দুই বন্ধু তা ঠেকাতে গিয়ে জখম হন। শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অঙ্কুরের মৃত্যু হয়। অঙ্কুরের বাবা অমর গড়াই স্থানীয় পোড়াগাছা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। খুনের ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানান, কুলগাছি ফরেস্টে বেশ কয়েকটি দল পিকনিক করছিল। অঙ্কুরদের দলের পাশের দলটিতে তরুণীরাও ছিলেন। দুই দলই মাইক বাজিয়ে নাচানাচি করছিল। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, ওই সময়ে কোনও বিবাদের জেরে এই ঘটনা ঘটে। তবে গোটা ঘটনাটাই ঘটে যায় আচমকাই।

Advertisement

পুলিশ জানতে পেরেছে, অঙ্কুরকে যে খুন করেছে, তার বাড়ি পাশেই হাঁসখালি থানার ফুলবাড়ি এলাকায়। বন্ধুকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন অভিজিৎ প্রামাণিক। তিনি বলেন, “অঙ্কুরের তখন সবে খাওয়া শেষ হয়েছে। হাত ধুয়ে দাঁড়িয়ে আছে। আচমকা ওই ব্যক্তি এসে ওর ঘাড়ে-মাথায় কোপাতে থাকে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement