পড়ুয়াদের অবরোধে স্তব্ধ জাতীয় সড়ক

পঞ্চায়েত থেকে প্রশাসন, বিভিন্ন দফতরে বছর কয়েক ধরে আবেদন করেও ওই স্কুলের সামনে প্রায় ৮০০ মিটার রাস্তা সংস্কারে ইট পড়েনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বহরমপুর শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৭ ০২:২০
Share:

অবরোধ: পুলিশ এলেও তখনও বিক্ষোভ চলছে। শনিবার নবগ্রামে জাতীয় সড়কে। ছবি: গৌতম প্রামাণিক

আমরা ভুগলে তোমরা নয় কেন!

Advertisement

রাস্তা মেরামতের দাবিতে ঘণ্টা দুয়েক জাতীয় সড়ক রুখে, জেলার বিস্তীর্ণ এলাকায় যানজট ছড়িয়ে, মানুষকে তীব্র ভোগান্তির দিকে ঠেলে দিয়ে নবগ্রামের দফরপুর রজতকাঞ্চন উচ্চমাধ্যমিক স্কুলের ছেলেমেয়েরা শনিবার যেন এ কথাই প্রমাণ করতে চাইল! ঘণ্টা পর ঘণ্টা বাসে বসে থাকা যাত্রী থেকে আশপাশের গাঁ গঞ্জের মানুষ জন এমনই মনে করছেন।

পঞ্চায়েত থেকে প্রশাসন, বিভিন্ন দফতরে বছর কয়েক ধরে আবেদন করেও ওই স্কুলের সামনে প্রায় ৮০০ মিটার রাস্তা সংস্কারে ইট পড়েনি। বর্ষার মুখে প্যান্ট-পাজামা গুটিয়ে সেই যে তাদের স্কুলে আসা— পুজোর মুখ পর্যন্ত সে ভোগান্তি চলতে থাকে তাদের। তারই প্রতিবাদে, নবগ্রামের শিবপুর পঞ্চায়েত এলাকার ওই স্কুলের ছাত্রছাত্রীরা এ দিন অবরোধ করে বসে জাতীয় সড়ক। অভিযোগ, স্কুলের শিক্ষকেরাও তাদের সঙ্গত করতে ছাড়েননি।

Advertisement

যার ফলে, চার লেনের ৩৪ নম্বর সড়কের দু’দিকেই এ দিন সকাল থেকে জমে যায় গাড়ির মিছিল। প্রায় ঘণ্টা দুয়েক ধরে থমকে যাওয়া যানজটে নাকাল হতে হয় তাঁদের। অবশেষে স্থানীয় থানার পুলিশ গিয়ে বুঝিয়ে সুঝিয়ে অবরোধ তোলে।

ওই স্কুলের প্রধানশিক্ষক চিন্ময় সোম অবশ্য বলেন, ‘‘আমরা স্কুলে যাওয়ার আগেই অভিভাবক ও পড়ুয়াদের একাংশ ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ছিলেন। রাস্তা সংস্কারের দাবি ন্যায্য। কিন্তু সেই দাবি আদায় করার জন্য অন্যদের কষ্ট দিয়ে পথ অবরোধ করাটা ঠিক হয়নি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন