মুর্শিদাবাদে প্রতি ব্লকে নজর

এখনও নড়ে বসেনি নদিয়া

নদিয়া জেলা প্রশাসন অবশ্য এই পথে এখনও হাঁটেনি। সেখানে শুধু অতিরিক্ত জেলাশাসকদের ভাগাভাগি করে মহকুমার দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরাই মহকুমাশাসক এবং বিডিওদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে কাজের তদারকি করেন।

Advertisement

সামসুদ্দিন বিশ্বাস

শেষ আপডেট: ২৪ জুন ২০১৭ ০২:৪৩
Share:

জেলা ও মহকুমা প্রশাসনের সঙ্গে ব্লকের সমন্বয় বাড়াতে দায়িত্ব দেওয়া হল ব্লক পিছু এক জন করে ডেপুটি ম্যাজিস্ট্রেটকে। মহকুমা পিছু এক জন করে অতিরিক্ত জেলাশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে।

Advertisement

সম্প্রতি মুর্শিদাবাদের জেলাশাসক পি উলগানাথন এ বিষয়ে নির্দেশিকা জারি করেছেন। বৃহস্পতিবার জেলার সব বিডিও-র সঙ্গে তিনি ভিডিও কনফারেন্সও করেন। তাঁর বক্তব্য, “সমন্বয়ের ঘাটতির কারণে উন্নয়নের কাজের গতি আসছে না। কাজে গতি আনতেই এই নির্দেশ।”

নদিয়া জেলা প্রশাসন অবশ্য এই পথে এখনও হাঁটেনি। সেখানে শুধু অতিরিক্ত জেলাশাসকদের ভাগাভাগি করে মহকুমার দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরাই মহকুমাশাসক এবং বিডিওদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে কাজের তদারকি করেন। ডেপুটি ম্যাজিস্ট্রেটরা তাঁদের দফতরের প্রকল্পের জন্য প্রয়োজন মাফিক ব্লকে যান। কিন্তু এখনও মুর্শিদাবাদের মতো স্থায়ী ভাবে কোনও ডেপুটি ম্যাজিস্ট্রেটকে ব্লকের দায়িত্ব দেওয়া হয়নি। নদিয়ার জেলাশাসক সুমিত গুপ্তের দাবি, “এমনিতেই আমাদের জেলায় কাজের ভাল গতি রয়েছে। নতুন করে আর এক জন অফিসার ব্লকে চাপিয়ে দেওয়ার প্রয়োজন মনে করি না।”

Advertisement

মুর্শিদাবাদে এখন বিডিও-রা প্রকল্প অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক এবং মহকুমাশাসকদের রিপোর্ট করেন। ব্লকের পরিকল্পনা বৈঠকে জেলা বা মহকুমা প্রশাসনের কেউ থাকেন না। ফলে ব্লকে কী কাজ হচ্ছে তা জানতে মূলত বিডিও-দের রিপোর্টের উপরেই নির্ভর করতে হয় জেলাশাসককে। এখন থেকে ডেপুটি ম্যাজিস্ট্রেটরাও ওই বৈঠকে উপস্থিত থাকবেন। ব্লকের সব কাজে তদারকি করবেন, বিডিওদের পরামর্শ দেবেন। জেলাশাসক তাঁদের কাছ থেকেই সরাসরি রিপোর্ট পাবেন। প্রশাসনের এক কর্তা জানান, “এখন ডেপুটি ম্যাজিস্ট্রেটরা ব্লক পরিদর্শনে যান না বললেই চলে। নতুন নির্দেশিকার ফলে নিজের দফতরের প্রকল্প ছাড়াও তাঁদের ব্লকে চালু থাকা সব প্রকল্পের খোঁজখবর রাখতে হবে।

মুর্শিদাবাদ জেলাশাসকের নির্দেশে বলা হয়েছে— জেলার ২৬টি ব্লকে ৭১ লক্ষ মানুষের বাস। তাঁদের জন্য সরকারের নানা প্রকল্প চলছে। সেগুলি দেখভাল এবং জেলা ও ব্লক প্রশাসনের মধ্যে সমন্বয় রক্ষার জন্যই এক জন করে ডেপুটি ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে। ভোট বা পরীক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার বিষয়েও তাঁরা যুক্ত থাকবেন। ব্লকে গুরুত্বপূর্ণ কিছু ঘটলে মহকুমাশাসক, অতিরিক্ত জেলাশাসক, জেলাশাসকের নজরে আনবেন তাঁরাই। জেলাস্তরের রিভিউ মিটিংয়েও বিডিও, মহকুমাশাসকদের সঙ্গে তাঁদেরও উপস্থিত থাকতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন