রানা চতুর্বেদী
রহস্যজনক ভাবে মৃত্যু হল এক যুবকের। মৃতের রানা চতুর্বেদী (২০)। বাড়ি কোতোয়ালির জালালখালি চার্চপাড়ায়। রবিবার বেলা সাড়ে ১১টা নাগাদ বাড়ি থেকে বেশ কিছুটা দূরে কলাবাগানের কাছে তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ জানিয়েছে, মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্নও রয়েছে। ঘটনাস্থলে একটি রক্ত মাখা বাঁশ, একটি ব্যবহৃত ও দু’টি অব্যবহৃত কন্ডোম পাওয়া গিয়েছে। যার থেকে পুলিশের অনুমান, মহিলাঘটিত কারণে ওই যুবককে খুন করা হয়েছে। ঘটনাস্থলে খুনের আগে কেউ বা কারা হয়তো ওই যুবককে কারও সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে। আক্রোশে সে বা তারা ওই যুবককে খুন করে।
মৃতের পরিবার সূত্রে খবর, ইলেট্রিকের সরঞ্জামের দোকানে কাজ করতেন রানা। শনিবার সন্ধ্যায় মোটরবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। খানিক পরে ফিরেও আসেন। পরে ফের বাড়ি থেকে বেরোন। কিন্তু তার পর সারারাত আর তাঁর কোনও খোঁজ মেলেনি। পরের দিন সকালে কলাবাগানের ভেতরে তাঁর দেহটি দেখতে পাওয়া যায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে নিয়ে আসে। মৃতের দাদা খুনের অভিযোগ দায়ের করছেন। তার ভিত্তিতে পুলিশ স্থানীয় এক কিশোরী ও তার দাদাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। স্থানীয় এক কিশোরীর সঙ্গে রানার ঘনিষ্ঠতার ছিল বলে জানতে পেরেছে পুলিশ।