—প্রতীকী চিত্র।
চারটি দেশি পিস্তল-পাইপগান, তাজা কার্তুজ-সহ গ্রেফতার তিন দুষ্কৃতী। মঙ্গলবার দু’টি পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে মুর্শিদাবাদ পুলিশ। সেগুলি কোথা থেকে এল, কী উদ্দেশে আগ্নেয়াস্ত্র মজুত করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
সাগর পাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতেরা হল ডালিম শেখ এবং মিঠুন সরকার। তেলেপাড়া এলাকায় তল্লাশি চালিয়ে ডালিমের কাছ থেকে আট ইঞ্চি লম্বা একটি সেমি অটোম্যাটিক দেশি পিস্তল এবং দু’টি কার্তুজ উদ্ধার হয়। একই এলাকা থেকে মিঠুন সরকারকেও গ্রেফতার করে পুলিশ। তাঁর কাছে ১১ ইঞ্চি লম্বা একটি পাইপগান এবং এক রাউন্ড গুলি উদ্ধার হয়। সব ক’টিই বেআইনি অস্ত্র বলে জানিয়েছে পুলিশ। তাঁদের আদালতে হাজির করানো হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
মঙ্গলবার দুপুরে নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে ডোমকল থানা এলারার আলিনানগরে হানা দেয় পুলিশ। সেখান থেকে সন্দেহভাজন গাজলু শেখকে আটক করা হয়। তল্লাশি চালাতেই তাঁর কাছ থেকেও অবৈধ অস্ত্র উদ্ধার হয়। দু’টি দেশি সিঙ্গল শটার এবং কার্তুজ মেলে। এর পরেই গাজলুকে গ্রেফতার করে পুলিশ। বুধবার আদালতে হাজির করানো হবে তাঁকে। অভিযুক্তেরা কেন আগ্নেয়াস্ত্র মজুত করছিল? কে বা কারা তা সরাবরাহ করেছেন? কোন পথে মুর্শিদাবাদে অস্ত্র ঢুকছে, তা খতিয়ে দেখছে পুলিশ।