পথ দুর্ঘটনায় মৃত তিন, জখম দুই

পাথর বোঝাই লরি ও ম্যাটাডোরের মুখোমুখি সংঘর্ষে মারা গেলেন তিন ব্যক্তি। জখম আরও দু’জন। শনিবার ভোরে রানাঘাটের পাটুলির কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর ওই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন আকবর মণ্ডল (৬০), সঞ্জু মণ্ডল (১৯) ও বাপি সরকার (৪০)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রানাঘাট শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৫ ০০:৪০
Share:

পাথর বোঝাই লরি ও ম্যাটাডোরের মুখোমুখি সংঘর্ষে মারা গেলেন তিন ব্যক্তি। জখম আরও দু’জন। শনিবার ভোরে রানাঘাটের পাটুলির কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর ওই ঘটনা ঘটেছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন আকবর মণ্ডল (৬০), সঞ্জু মণ্ডল (১৯) ও বাপি সরকার (৪০)। মৃত ও আহত সকলেরই বাড়ি উত্তর ২৪ পরগনার হাবরায়। আহতদের রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতেরা সকলেই ম্যাটাডোরের যাত্রী। বাপ্পা ওই গাড়ির চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোরে ম্যাটাডোরে চেপে কাজের সন্ধানে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিলেন আকবররা। তাঁরা রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করতেন। সাড়ে ৫টা নাগাদ উল্টো দিক থেকে আসা পাথর বোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তিনজন মারা যান। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানেই আহতদের চিকিৎসা চলছে।

Advertisement

প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান, নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। ঘটনার পর থেকে লরির চালক ও খালাসি পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। গাড়ি দু’টি আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন