মিছিলে গুলি

কংগ্রেসের মিছিলের উপর গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে সালারের কামারশালা এলাকায় ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুন ২০১৫ ০১:০০
Share:

কংগ্রেসের মিছিলের উপর গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে সালারের কামারশালা এলাকায় ঘটনা।

Advertisement

মঙ্গলবার সালারে কান্দি মহকুমা কংগ্রেসের সভাপতি দেবাশিস চট্টোপাধ্যায়ের গাড়ি তছনছে নাম জড়ায় শাসকদলের। ওই ঘটনার প্রতিবাদে এ দিন সালার ব্লক কংগ্রেস সালারে প্রতিবাদ সভা করে। অভিযোগ, সেই মিছিল তাক করে একদল দুষ্কৃতী গুলি ছোড়ে। যদিও গুলিতে কেউ হতাহত হননি।

দেবাশিসবাবু বলেন, “এটা তৃণমূল আশ্রিত সমাজ বিরোধীদের কাজ।’’ সালার ব্লক তৃণমূলের সভাপতি মুস্তাফিজুর রহমান অভিযোগ অস্বীকার করেছেন। জেলার পুলিশ সুপার সি সুধাকর বলেন, “মিছিলে গুলি চালানোর ঘটনার তদন্ত চলছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement