সংঘর্ষে জখম তৃণমূল কর্মীর মৃত্যু

গত সোমবার এলাকায় কংগ্রেস-তৃণমূলের সংঘর্ষে জখম হয়েছিলেন তিনি। ঘটনার তিন দিন পরে বৃহস্পতিবার মারা গেলেন ফরাক্কার জোড় পুকুড়িয়ার আহত সেই তৃণমূল কর্মী তৌফিক শেখ। সোমবারের সংঘর্ষে একই পরিবারের দুই মহিলা-সহ চার জন জখম হন। তিন জনকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ও এক জনকে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রঘুনাথগঞ্জ শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৫ ০১:০৬
Share:

গত সোমবার এলাকায় কংগ্রেস-তৃণমূলের সংঘর্ষে জখম হয়েছিলেন তিনি। ঘটনার তিন দিন পরে বৃহস্পতিবার মারা গেলেন ফরাক্কার জোড় পুকুড়িয়ার আহত সেই তৃণমূল কর্মী তৌফিক শেখ। সোমবারের সংঘর্ষে একই পরিবারের দুই মহিলা-সহ চার জন জখম হন। তিন জনকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ও এক জনকে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। বহরমপুরের হাসপাতালেই মৃত্যু হয় তৌফিকের। সংঘর্ষের ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে ১২ জন কংগ্রেস সমর্থকের বিরুদ্ধে ফরাক্কা থানায় এফআইআর করা হয়। অভিযুক্তেরা এখনও অধরা। তৃণমূলের ব্লক সভাপতি সাহাজাদ হোসেনের পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন। অভিযোগ উড়িয়ে পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে তল্লাশি চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন