Nadia

নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ! নদিয়ায় গ্রেফতার গৃহশিক্ষক

নদিয়ার ভীমপুর থানা এলাকায় এক প্রাইমারি স্কুলের শিক্ষকের বিরুদ্ধে নাবালিকা ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ২০:৫০
Share:

নদিয়ার ভীমপুর থানা এলাকায় এক প্রাইমারি স্কুলের শিক্ষকের বিরুদ্ধে নাবালিকা ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষককে পকসো আইনের ৬ ধারায় মামলায় গ্রেফতার করে কৃষ্ণনগর আদালতে পাঠিয়েছে পুলিশ।

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যেত ওই নাবালিকা। কিছু দিন আগে শিক্ষক তাকে ঝাড়খণ্ডে বেড়াতে নিয়ে গিয়েছিলেন। ফিরে আসার পর থেকেই মেয়েটির আচরণে অস্বাভাবিকতা লক্ষ করে পরিবার। পড়তে যেতে অনীহা, বাড়ি ফেরার পর কান্না, বার বার শৌচাগারে যাওয়ার মতো লক্ষণ দেখা দেয়। শনিবার পড়া শেষে বাড়ি ফিরেই কান্নায় ভেঙে পড়ে সে। পরে সে জানায়, শিক্ষক তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন। এর পরেই ভীমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার।

ভীমপুর থানার এক আধিকারিক সন্দীপ সাহা বলেন, ‘‘অভিযোগের ভিত্তিতে শিক্ষককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মেয়েটির মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের চেষ্টার প্রমাণ মিললেও ঝাড়খণ্ডের ঘটনা নিয়ে তদন্ত চলছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement