বিদ্যুৎস্পৃষ্ট ১২ কলেজ ছাত্র

ফুটবল অনুশীলনের জন্য গোলপোস্ট আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হল ১২ জন কলেজ ছাত্র। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ডেবরা কলেজের কাছে। এ দিন খেলার আগে লোহার গোলপোস্টটি নিয়ে আসছিল ছাত্ররা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়্গপুর শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৬ ০০:২৭
Share:

এই গোলপোস্ট হাইটেনশন তারে লেগেই বিদ্যুৎস্পৃষ্ট হয় ছাত্ররা। (ইনসেটে) ডেবরা হাসপাতালে চিকিৎসা চলছে। —নিজস্ব চিত্র।

ফুটবল অনুশীলনের জন্য গোলপোস্ট আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হল ১২ জন কলেজ ছাত্র। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ডেবরা কলেজের কাছে। এ দিন খেলার আগে লোহার গোলপোস্টটি নিয়ে আসছিল ছাত্ররা।

Advertisement

কলেজ মাঠের কাছে নীচু হয়ে যাওয়া হাইটেনশন তারে লেগে যায় গোলপোস্টটি। তখন পোস্টটি ধরে থাকা বিশ্বজিৎ দে, অভিজিৎ খিলারি-সহ ১২ জন ছাত্র তড়িদাহত হয়। তাদের নিয়ে যাওয়া হয় ডেবরা গ্রামীণ হাসপাতালে। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এ দিন কলেজের জখম ছাত্রদের হাসপাতাল দেখতে যান ভারপ্রাপ্ত অধ্যক্ষ
সুতপা পাল।

১৬ ও ১৭ অগস্ট আন্তঃকলেজ ফুটবল প্রতিযোগিতা রয়েছে। সে জন্য ডেবরা কলেজের এই ছাত্ররা ক’দিন ধরেই অনুশীলন করছিল। এ দিন মাঠে গোলপোস্ট আনার সময় এই বিপত্তি ঘটে। কলেজ পরিচালন সমিতির সভাপতি প্রদীপ কর বলেন, “এই তার সরাতে অনেক আগেই কলেজের পক্ষ থেকে ও পাড়ার লোকজন বিদ্যুৎ দফতরে জানিয়েছিলেন। কিন্তু বিদ্যুৎ দফতর গুরুত্ব না দেওয়ায় এই দুর্ঘটনা ঘটল।” যদিও বিদ্যুৎ বন্টন দফতরের ডিভিশনাল ইঞ্জিনিয়ার কমলকুমার মাইতির বক্তব্য, “যাতে কেউ বিদ্যুৎস্পৃষ্ট না হয় সে জন্য ওখানে অত্যাধুনিক ব্যবস্থা গড়েছিলাম। তাতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আগেই সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কথা। বিষয়টি দেখছি।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন