—প্রতীকী চিত্র।
তিন বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশী দুই নাবালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার পলাশীপাড়া থানা এলাকায়। শিশুটি নির্যাতনের জেরে অসুস্থ হয়েছে পড়ে। তাকে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। শিশুর পরিবারের তরফে ঘটনার অভিযোগ পেয়েই পুলিশ অভিযুক্ত দুই নাবালককে আটক করে। ধৃতদের সোমবার জেলা জুভেনাইল জাস্টিস বোর্ডে হাজির করানো হবে। দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট জমা দেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন বিকেলে ওই শিশুটি পাশের বাড়িতে খেলতে গিয়েছিল। তখন ওই বাড়িতে ওই দুই অভিযুক্ত কিশোর উপস্থিত ছিল। তারা নাবালিকার মুখ চেপে ধরে যৌন নির্যাতন করে বলে অভিযোগ। বাড়ি ফিরে এসে ওই শিশুটি প্রতিবেশী দুই দাদার বিরুদ্ধে অভিযোগ করে। পরিবারের অভিযোগ, ওই ঘটনার জেরে নাবালিকা শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যেরা শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যায়।
তেহট্ট মহকুমা পুলিশ আধিকারিক শুভতোষ সরকার বলেন, ‘‘শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ধৃত দু’জনই নাবালক হওয়ায় তাদের জুভেনাইল জাস্টিস বোর্ডে হাজির করা হচ্ছে।’’