জলে ডুবে মৃত দুই ছাত্র

জলে ডুবে মৃত্যু হল দুই স্কুলছাত্রের। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম বিভাস বসু (১১) এবং মনিমোহন মল্লিক (৮)। রবিবার দুপুরে নদিয়ার চাকদহ থানার মহেশচন্দ্রপুর এলাকার একটি পুকুর থেকে ওই দু’জনের দেহ উদ্ধার হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রানাঘাট শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৫ ০০:১০
Share:

জলে ডুবে মৃত্যু হল দুই স্কুলছাত্রের। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম বিভাস বসু (১১) এবং মনিমোহন মল্লিক (৮)। রবিবার দুপুরে নদিয়ার চাকদহ থানার মহেশচন্দ্রপুর এলাকার একটি পুকুর থেকে ওই দু’জনের দেহ উদ্ধার হয়। বিভাস হিংনারা পাবলিক ইনস্টিটিউশনের পঞ্চম শ্রেণির এবং মনিমোহন মহেশচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

Advertisement

প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জেনেছে, পুকুরে স্নান করতে নেমে আর উঠতে পারেনি তারা। তাদের দেহ কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে ময়না-তদন্তের জন্যে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কেউ কোনও অভিযোগ দায়ের করেনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাহদহ ব্লকের হিংনারা গ্রাম পঞ্চায়েতের মহেশচন্দ্রপুর গ্রামে তাদের বাড়ি। এ দিন দুপুর বারোটা নাগাদ ওরা দু’জন একসঙ্গে এলাকার একটি পুকুরে স্নান করতে যায়। তারপর আর তাদের দেখা মেলেনি। বেশ কিছু সময় কেটে বাড়ি না ফেরায় পরিজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। শেষমেষ পুকুর থেকে তাদের উদ্ধার করা হয়। তড়িঘড়ি চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে জানান। ওই দুই জনের কেউই ভাল সাঁতার জানত না বলে জানিয়েছেন স্থানীয়েরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন