পার্শ্বশিক্ষক

অভিজ্ঞতার শংসাপত্র যাচাই শুরু

যাঁরা প্রাথমিক স্কুলে কাজের অভিজ্ঞতার শংসাপত্র দেখাতে পারবেন না, পার্শ্বশিক্ষকের সংরক্ষণের তালিকা থেকে তাঁদের নাম বাদ যাবে। মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ শংসাপত্র যাচাই করছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৭ ০১:১৭
Share:

যাঁরা প্রাথমিক স্কুলে কাজের অভিজ্ঞতার শংসাপত্র দেখাতে পারবেন না, পার্শ্বশিক্ষকের সংরক্ষণের তালিকা থেকে তাঁদের নাম বাদ যাবে। মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ শংসাপত্র যাচাই করছে।

Advertisement

জেলায় ২৬৪০টি শূন্যপদের ১০ শতাংশ— ২৬৪টি পার্শ্বশিক্ষকদের জন্য সংরক্ষিত। কিন্তু যা প্রাথমিকের কাজে অভিজ্ঞদের জন্য সীমাবদ্ধ, উচ্চ প্রাথমিক (পঞ্চম থেকে অষ্টম শ্রেণি) ও হাইস্কুলে পার্শ্বশিক্ষক হিসেবে কাজ করেও অনেকে তার সুযোগ নিয়েছেন বলে অভিযোগ। পার্শ্বশিক্ষক সমিতির রাজ্য সম্পাদক রোমিউল ইসলামের অভিযোগ, এর ফলেই সংরক্ষিত আসনের চেয়ে কম সংখ্যক প্রাথমিকে কর্মরত পার্শ্বশিক্ষক টেট পাশ করা সত্ত্বেও তাঁদের অনেকে এখনও নিয়োগপত্র পাননি। শুধু মুর্শিদাবাদেই সেই সংখ্যাটা ১৫৪।

জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি দেবাশিস বৈশ্য জানান, যাঁরা আগে প্রাথমিকে কাজ না করেও নিয়োগপত্র পেয়ে গিয়েছেন, তাঁদের নিয়োগ স্বাভাবিক নিয়মেই বাতিল হবে। তাঁদের ধরতেই শংসাপত্র-সহ সকলকে জরুরি তলব করা হয়েছে বহরমপুরে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ভবনে। কী ভাবে মেলে এই শংসাপত্র?

Advertisement

নিয়ম অনুযায়ী, টেট পাশ করা প্রার্থীদের মধ্যে যাঁদের আগে প্রাথমিক বিদ্যালয়ে পার্শ্বশিক্ষকতার কাজ করার অভিজ্ঞতা আছে, তাঁরা সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের থেকে বিদ্যালয়ের প্যাডে শংসাপত্র নেবেন। তাতে স্বাক্ষর করে সিলমোহর লাগাবেন সংশ্লিষ্ট চক্রের অবর বিদ্যালয় পরিদর্শকেরা।

নিজের দফতরে তা জমা রেখে নির্দিষ্ট ফর্মে পার্শ্বশিক্ষকতা করার অভিজ্ঞতার শংসাপত্র দেবেন মহকুমাশাসক বা সর্বশিক্ষা মিশনের জেলা প্রকল্প অধিকারিক। ৪ থেকে ১০ বছরের অভিজ্ঞতার শংসাপত্র জমা দিয়ে যাঁরা মৌখিকে হাজির হন, তাঁরা ১-৫ পর্যন্ত বাড়তি নম্বর পেয়েছেন। তার পরেও কী করে ভুল নিয়োগ হল, তার সদুত্তর মেলেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন