ন’মাস পরে জল এল আলোয়ানিতে

অবশেষে জল এল সুতির আলোয়ানিতে। প্রায় নয় মাস পর বিকেল ৫টা নাগাদ গ্রামের ট্যাপ কলে জল আসতেই গ্রাম জুড়ে বয়ে যায় খুশির হাওয়া। জল ধরতে পড়ে হুড়োহুড়ি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মার্চ ২০১৭ ০০:০০
Share:

লাইন: চালু ট্যাপ। নিজস্ব চিত্র

অবশেষে জল এল সুতির আলোয়ানিতে। প্রায় নয় মাস পর বিকেল ৫টা নাগাদ গ্রামের ট্যাপ কলে জল আসতেই গ্রাম জুড়ে বয়ে যায় খুশির হাওয়া। জল ধরতে পড়ে হুড়োহুড়ি। ট্রান্সফর্মারের সঙ্গে সংযুক্ত মাত্র ১০০ মিটারের একটি তার পুড়ে যাওয়ার কারণেই গত ন’মাস ধরে অচল ছিল গ্রামের পাইপ লাইনের পানীয় জল সরবরাহ প্রকল্প। পঞ্চায়েতের ৫টি নলকূপের অকেজো সবগুলিই। ফলে তীব্র পানীয় জলের কষ্টে পড়েন সুতির আলোয়ানি গ্রামের বাসিন্দারা। ১৭ মার্চ জলকষ্টের কথা সংবাদপত্রে প্রকাশিত হলে নড়েচড়ে বসে বিদ্যুৎ ও জল সরবারাহ দফতর। সোমবার দুপুরের মধ্যেই ট্রান্সফর্মারের পুড়ে যাওয়া তার বদলানোর কাজ শুরু হয়। বিকেলে চালু হয় জল সরবরাহ। পানীয় জল পেয়ে খুশিতে ফেটে পড়েন গ্রামবাসীরা। দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থার সুপারভাইজার শশাঙ্ক সরকার বলেন, “গ্রামে আরও পাঁচটি ট্যাপকল বসানো হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement