West Bengal Municipal Election 2022

WB Municipal Election 2022: পুরভোটের আগে বিজেপি-র শক্তিক্ষয়! তৃণমূলে যোগ নবদ্বীপের প্রায় দেড়শো কর্মী-সমর্থকের

জেলা তৃণমূল সূত্রে খবর, বিজেপি ছেড়ে ১৪৩ জন কর্মী-সমর্থক এবং তাঁদের পরিবারবর্গ আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগদান করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নবদ্বীপ শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৩০
Share:

—নিজস্ব চিত্র।

পুর নির্বাচনের সপ্তাহ দুয়েক আগে নদিয়া জেলা বিজেপি-তে বড়সড় ভাঙন। ওই জেলার নবদ্বীপে গেরুয়া শিবিরের প্রায় দেড়শো কর্মী-সমর্থক শাসকদল তৃণমূলে যোগদান করলেন। এর জেরে জেলায় বিজেপি-র শক্তি অনেকাংশে হ্রাস পেল বলে মনে করছে রাজনৈতিক শিবিরের একাংশ। নবদ্বীপ পুর এলাকার ভোটবাক্সে এর প্রভাব পড়বে বলেই মত তাদের।

Advertisement

জেলা তৃণমূল সূত্রে খবর, শনিবার রাতে বিজেপি ছেড়ে ১৪৩ জন কর্মী-সমর্থক এবং তাঁদের পরিবারবর্গ আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগদান করেন। নবদ্বীপ পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের সরকার পাড়া এলাকায় ওই যোগদান কর্মসূচি ছিল। তাতে ওই এলাকার ওয়ার্ড কো-অর্ডিনেটর তথা শিক্ষক নিতাইচন্দ্র দাসের নেতৃত্বে তৃণমূলের কর্মিসভার মঞ্চে শাসকদলের পতাকা তুলে নেন বিজেপি-র কর্মী-সমর্থকেরা। সভায় উপস্থিত ছিলেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের পাঁচ বারের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুন্ডরীকাক্ষ সাহা-সহ নবদ্বীপ পুরসভার প্রাক্তন প্রশাসক বিমানকৃষ্ণ সাহা। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক সিরাজুল ইসলামও। শনিবার সভামঞ্চে বিজেপি থেকে আগত দলত্যাগী কর্মী-সমর্থকদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন বিধায়ক এবং প্রাক্তন পুর প্রশাসক।

প্রসঙ্গত, আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের অন্যান্য পুরসভার সঙ্গে নবদ্বীপেও পুরনির্বাচন। ১৬ নম্বর ওয়ার্ডে প্রায় সাড়ে চার হাজার ভোটার রয়েছেন। আসন্ন নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজেপি-সহ বিরোধী প্রার্থীদের ধরাশায়ী করবেন বলে দাবি করেন ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তথা শিক্ষক নিতাইচন্দ্র দাস।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন