Chakdaha Municipality

পুর পরিষেবায় ব্যর্থতার অভিযোগ, চাকদহ পুরসভার ২১ জন পু্রপ্রতিনিধিকে শো কজ়

চাকদহের বিভিন্ন স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানেরা একত্রে এসে চাকদহ পুরসভার ব্যর্থতা উল্লেখ করে একটি অভিযোগপত্র স্বাক্ষর করে পুর দফতরে জমা করেছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ০৯:০১
Share:

চাকদহ পৌরসভা। —ছবি : সংগৃহীত

নাগরিক পরিষেবায় গাফিলতির অভিযোগে চাকদহ পুরসভার ২১ জন পুরপ্রতিনিধিকে শো কজ় করল রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতর। নাগরিকদের অভিযোগের ভিত্তিতে শো কজ় করা হয়েছে তাঁদের। সাত দিনের মধ্যে জবাব চেয়ে পাঠিয়েছে দফতর। ফলে খানিক অস্বস্তি চাকদহ পুরসভার অন্দরে।

Advertisement

প্রশাসনিক সূত্র খবর, চাকদহের বিভিন্ন স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানেরা একত্রে এসে চাকদহ পুরসভার ব্যর্থতা উল্লেখ করে একটি অভিযোগপত্র স্বাক্ষর করে পুর দফতরে জমা করেছিল। যেখানে ধসে যাওয়া বর্জ্য অপসারণের ও নিকাশি ব্যবস্থা, বেহাল এবং আর্বজনাময় রাস্তাঘাট, আর তা থেকে দুর্গন্ধে ঢেকে থাকা এলাকা এবং জনস্বাস্থের ক্ষতি সহ যানজট— সবই উল্লেখ করা হয়। সেই অভিযোগপত্র পেয়ে নড়েচড়ে বসে পুর ও নগরোন্নয়ন দফতর। অবিলম্বে চাকদহ পুরসভার ২১ জন পুরপ্রতিনিধিকে নোটিস পাঠায় তারা।

চাকদহ পুরসভার সিআইসি, মৌমিতা ভট্টাচার্যের অভিযোগ অস্বীকার করে জনিয়েছেন যে, এলাকায় উন্নয়নমূলক কাজ চলার ফলে পুর পরিষেবা প্রদানে খানিক ব্যাঘাত ঘটছে। যত শীর্ঘ সম্ভব সুস্থ পরিষেবা আবার ফিরিয়ে দেওয়া হবে। এ ছাড়াও, শো কজ়ের জবাব নির্ধারিত সময়ের মধ্যেই রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরে তা পাঠিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement