Krishnanagar Knife Attack

এক মাস আগে গাছ খেয়েছিল ছাগল, ‘বাগে পেয়ে’ মালকিনকে এলোপাথাড়ি কোপ প্রতিবেশীর!

স্থানীয় সূত্রে খবর, মাস খানেক আগে সাজিদুল খান ওরফে সাজির বাড়ির বাগানে এক প্রতিবেশী আসিয়া শেখের পোষা ছাগল ঢুকে পড়েছিল। সেই নিয়ে বিবাদের সূত্রপাত।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০০
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বাড়ির বাগানে প্রতিবেশীর পোষা ছাগল ঢুকে গাছ খেয়েছিল। সেটাও প্রায় এক মাস আগে। প্রায় ৩০ দিন সেই ক্ষোভ পুষে রেখেছিলেন মালিক। সোমবার ছাগলের মালিককে রাস্তায় একা পেয়ে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপান বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় মহিলাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে শক্তিনগর জেলা হাসপাতালে। অন্য দিকে, অভিযুক্ত পালিয়ে গিয়েছেন। ঘটনাস্থল নদিয়ার কোতোয়ালি থানার ঝিটকাপোতা এলাকা। তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, মাস খানেক আগে সাজিদুল খান ওরফে সাজির বাড়ির বাগানে এক প্রতিবেশী আসিয়া শেখের পোষা ছাগল ঢুকে পড়েছিল। সেই নিয়ে বিবাদের সূত্রপাত। সেই সময় বেশ কয়েক বার ঝগড়়া হয়েছে দুই প্রতিবেশীর। সোমবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন বছর পঁয়তাল্লিশের আসিয়া। অভিযোগ, পিছন থেকে সাজিদুল তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারেন।

মহিলার চিৎকার-চেঁচামেচিতে আশপাশের লোকজন ছুটে যান। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় আসিয়াকে। তাঁর পরিবারের কাছে খবর পাঠানো হয়। বাড়ির লোকেরা এসে হাসপাতালে নিয়ে যান মহিলাকে। পাশাপাশি, কোতোয়ালি থানায় এ নিয়ে লিখিত অভিযোগ করা হয়েছে বলে খবর।

Advertisement

পরিবার সূত্রে খবর, আক্রান্ত মহিলার শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক। শক্তিনগর হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। অভিযুক্ত ঘটনার পর থেকেই পলাতক। তাঁর সন্ধানে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement