Death: মুম্বইয়ে নির্মীয়মাণ বহুতলের লিফট ভেঙে মৃত্যু মুর্শিদাবাদের ৩ শ্রমিকের

জানা গিয়েছে, মৃতদের মধ্যে তিন জন মুর্শিদাবাদের কান্দি মহকুমার বাসিন্দা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২১ ০২:২৮
Share:

প্রতীকী ছবি।

শনিবার বিকেলে মুম্বইয়ে ওরলি এলাকায় হনুমান গলিতে লিফট ভেঙে মৃত্যু হয়েছে পাঁচ শ্রমিকের। একটি নির্মীয়মাণ বহুতলে কাজ করছিলেন শ্রমিকরা। সে সময়ই লিফট ভেঙে পড়ে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। এক জন গুরুতর জখম হন। পরে তিনিও মারা গিয়েছেন।

Advertisement

জানা গিয়েছে, মৃতদের মধ্যে তিন জন মুর্শিদাবাদের কান্দি মহকুমার বাসিন্দা। তাঁরা হলেন, ভরতপুর থানার অন্তর্গত গড্ডা গ্রাম পঞ্চায়েতের গড্ডা সিংরী গ্রামের বাসিন্দা ভারন মণ্ডল (৩৫), অভিনাথ মন্ডল (৩২) এবং খড়গ্রাম থানার অন্তর্গত আতাই গ্রামের বাসিন্দা চিন্ময় কোনাই (৩০)। এই ঘটনায় আহত হয়েছেন লক্ষ্মণ মণ্ডল (৩৪)। তাঁর বাড়ি গড্ডা গ্রামে। লক্ষ্মণকে মুম্বইতেই একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ভরতপুর ব্লকের গড্ডা গ্রাম পঞ্চায়েতের প্রধান ভুলি বেগম মোল্লা বলেন, “ভরতপুর থানার পুলিশ আমাদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানায়। আমার এলাকার দু’জন‌র মৃত্যু হয়েছে। একজন আহত হয়েছেন। মাস খানেক আগে ওঁরা রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিল। তার পর শনিবার এই ঘটনা জানতে পারি।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement