বঙ্গবিবুধ জননী সভার যোগচর্চা

ভাষাচর্চার সুদীর্ঘ দু’দশকের ইতিহাস বুকে নিয়ে নবদ্বীপে সংস্কৃত চর্চার সুদিন ফিরিয়ে আনতে সদা-সচেষ্ট বঙ্গবিবুধ জননী সভা। এ বার মেধাচর্চার সঙ্গে সঙ্গে শরীরচর্চার দিকেও নজর দিয়েছে তারা। বিশ্বযোগ দিবসে সভার উদ্যোগে চালু হয়েছে যোগ প্রশিক্ষণ কেন্দ্র।

Advertisement
শেষ আপডেট: ২৯ জুন ২০১৫ ০০:২৭
Share:

ভাষাচর্চার সুদীর্ঘ দু’দশকের ইতিহাস বুকে নিয়ে নবদ্বীপে সংস্কৃত চর্চার সুদিন ফিরিয়ে আনতে সদা-সচেষ্ট বঙ্গবিবুধ জননী সভা। এ বার মেধাচর্চার সঙ্গে সঙ্গে শরীরচর্চার দিকেও নজর দিয়েছে তারা। বিশ্বযোগ দিবসে সভার উদ্যোগে চালু হয়েছে যোগ প্রশিক্ষণ কেন্দ্র। নবদ্বীপের পণ্ডিত রামনাথ তর্কসিদ্ধান্তের বা বুনো রামনাথের ভিটেয় অবস্থিত সংস্থার নিজস্ব ভবনে যোগ প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষকের দায়িত্বপ্রাপ্ত ৮৩ বছরের প্রবীণ প্রণবরঞ্জন ভৌমিক যোগাসন প্রদর্শন করে সবাইকে তাক লাগিয়ে দেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement