গ্রেফতার যুবক

মদ্যপের মারামারির মধ্যে পড়ে গিয়ে আক্রান্ত হলেন দুই মহিলা। তাহেরপুরের বাদকুল্লার বাসিন্দা ওই দুই মহিলা বাজার করে টুকটুকে চেপে বাড়ি ফিরছিলেন। সেই সময় কৃষ্ণনগর গেটরোডের কাছে জনা কয়েক মদ্যপ হাতাহাতি করছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৫ ০১:০২
Share:

মদ্যপের মারামারির মধ্যে পড়ে গিয়ে আক্রান্ত হলেন দুই মহিলা। তাহেরপুরের বাদকুল্লার বাসিন্দা ওই দুই মহিলা বাজার করে টুকটুকে চেপে বাড়ি ফিরছিলেন। সেই সময় কৃষ্ণনগর গেটরোডের কাছে জনা কয়েক মদ্যপ হাতাহাতি করছিল। সেই টুকটুকটি তাদের মাঝখানে এসে পড়লে আচমকা দুই যুবক সেই টুকটুকের উপরে এসে পড়ে। একজন আর একজনকে ঘুঁসি মারতে গেলে সেটা এসে লাগে টুকটুকের এক মহিলার গায়ে। তাঁদের চিৎকারে এলাকার মানুষ ছুটে আসলে ওই যুবকরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের একজনকে অবশ্য ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে এই মহিলা কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ নিতাই সর্দার নামে এক যুবককে গ্রেফতার করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement