পুলিশ সেজে ছিনতাই, যুবক শ্রীঘরে

পুলিশের উর্দি পরে কাগজপত্রহীন মোটরবাইক বাজেয়াপ্ত করার নামে ছিনতাই করছিল দুই যুবক। তাদের এক জনকে পুলিশ গ্রেফতার করেছে। কিন্তু অন্য জন এখনও অধরা। শহরে চুরি-ছিনতাই বাড়ছে বলে বুধবার দুপুরে থানার সামনে বিক্ষোভ দেখিয়ে আইসি-র কাছে স্মারকলিপি জমাও দিয়েছে বহরমপুর শহর কংগ্রেস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৬ ০০:৪২
Share:

পুলিশের উর্দি পরে কাগজপত্রহীন মোটরবাইক বাজেয়াপ্ত করার নামে ছিনতাই করছিল দুই যুবক। তাদের এক জনকে পুলিশ গ্রেফতার করেছে। কিন্তু অন্য জন এখনও অধরা। শহরে চুরি-ছিনতাই বাড়ছে বলে বুধবার দুপুরে থানার সামনে বিক্ষোভ দেখিয়ে আইসি-র কাছে স্মারকলিপি জমাও দিয়েছে বহরমপুর শহর কংগ্রেস।

Advertisement

মাসখানেকের মধ্যে তিনটি পৃথক মোটরবাইক ছিনতাইয়ের ঘটনায় মিল পেয়েছিল পুলিশ। রাধারঘাট, মধুপুর ও পঞ্চাননতলা এলাকা থেকে তিনটে অভিযোগ জমা পড়েছিল বহরমপুর থানায়। তিনটি ক্ষেত্রেই পুলিশের উর্দি পরনে ২৭-২৮ বছরের দুই যুবক খুব দামী একটি মোটরবাইক চালিয়ে এসে আরোহীদের থেকে কাগজপত্র দেখতে চেয়েছিল। দেখাতে না পারায় তারা বাইক ‘বাজেয়াপ্ত’ করে নিয়ে যায়। যাওয়ার সময়ে বলে যায়, ‘কাগজপত্র দেখিয়ে বহরমপুর থানা থেকে বাইক নিয়ে যাবেন।’

সেই মতো কাগজপত্র নিয়ে থানায় গিয়ে বাইকের মালিকেরা শোনেন, এ রকম কোনও গাড়িই জমা পড়েনি। বিষয়টি জেনে পুলিশ বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করে। শেষমেশ বহরমপুর ওয়াইএমএ ময়দানের কাছে ওই রকম একটি দামী মোটরবাইকের সন্ধান পায় পুলিশ। স্থানীয় যুবকদের কাছে খোঁজখবর নিয়ে মালিকের নামধাম জানতে পারে পুলিশ। গত শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

Advertisement

পুলিশ জানায়, ধৃতের নাম শুভায়ু সেনগুপ্ত। তার বাড়ি বহরমপুরের সুতির মাঠ এলাকায়। রবিবার তাকে সিজেএম আদালতে হাজির করানো হলে বিচারক পাঁচ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিলেন। আজ, বৃহস্পতিবার তাকে ফের আদালতে হাজির
করা হবে।

পুলিশের দাবি, শুভায়ু মোটরবাইক চুরির কথা স্বীকার করেছে। কিন্তু তার সঙ্গীকে এখনও ধরা যায়নি। পুলিশ সূত্রে জানা যায়, ওই যুবকের নাম তাপস সাহা। তার বাড়ি সুতির মাঠের পাশে শান্তিকাননে। পুলিশ তার বাড়িতে হানা দিয়েছিল। কিন্তু সে বেপাত্তা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement