ট্রেকিংয়ে গিয়ে মৃত

গত ১০ সেপ্টেম্বর ওই সংস্থার তরফে একটি দল হিমাচল প্রদেশের চন্দ্রভাগা ১৩ পর্বতে ট্রেকিংয়ের উদ্দেশে রওনা দেয়। ১৩ জন মিলে দু’টি দলে ভাগ হয়ে গিয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চাপড়া শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৯ ০১:২৭
Share:

বিশ্বরূপ সাহা। নিজস্ব চিত্র

ট্রেকিংয়ে গিয়ে মারা গেলেন চাপড়ার শ্রীনগরের বাসিন্দা বিশ্বরূপ সাহা (৩৭)। হিমাচল প্রদেশে ট্রেকিং করতে গিয়ে ছিলেন তিনি।

Advertisement

বিশ্বরূপ কৃষ্ণনগরের ‘নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার লাভার্স অ্যাসোসিয়েশন’-এর সদস্য ছিলেন তিনি। ওই সংস্থা ও তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১০ সেপ্টেম্বর ওই সংস্থার তরফে একটি দল হিমাচল প্রদেশের চন্দ্রভাগা ১৩ পর্বতে ট্রেকিংয়ের উদ্দেশে রওনা দেয়। ১৩ জন মিলে দু’টি দলে ভাগ হয়ে গিয়েছিল। একটি ট্রেকিং টিম এবং অন্যটি এক্সপিডিশন টিম। ট্রেকিং টিমে ছিলেন বিশ্বরূপ। তিনি সাড়ে ১৪ হাজার ফুট উঁচুতে বেসক্যাম্প অবধি যান। সেখানে ১৮ সেপ্টেম্বর তিনি অন্যদের জানান তাঁর পায়ে চোট লেগেছে। শ্বাসকষ্টও হচ্ছে। এর পরে তাঁকে নীচে নামানোর ব্যবস্থা করা হয়। সেখানে গ্লেসিয়ার রিসার্চ সেন্টারে তাঁর চিকিৎসাও হয়। এরপরে বেশ কিছুটা নীচেও নামেন তিনি। কিন্তু ফের অসুস্থ হয়ে পড়েন। পরে ১৯ সেপ্টেম্বর দুপুরে বাতাল থেকে প্রায় চার কিলোমিটার দূরে মৃত্যু হয় তাঁর। অন্য সহযাত্রীরাই তাঁর বাড়িতে মৃত্যুর খবর পৌঁছে দেন। জেলাশাসক বিভু গোয়েল বলেন, ‘‘যতদূর জানতে পেরেছি ওখানে অক্সিজেনের অভাব ঘটেছিল। দেহ ফেরানোর প্রক্রিয়া চলছে। রবিবার রাতে দমদম বিমানবন্দরে দেহ আসার কথা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন