‘আসছি’ বলে নিখোঁজ তরুণ

‘একটু ঘুরে আসছি’ বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন এক তরুণ। দেড় মাসের বেশি হয়ে গেল। ইতিমধ্যে শান্তিপুর থানায় নিখোঁজ ডায়েরি করেছেন তাঁর পরিবার। তিনি মুর্শিদাবাদ বা উত্তর ২৪ পরগনার কোনও জায়গায় চলে গিয়েছেন কি না, পুলিশ খোঁজ করছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শান্তিপুর শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৮ ০১:০২
Share:

অনুপ মণ্ডল। নিজস্ব চিত্র

‘একটু ঘুরে আসছি’ বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন এক তরুণ। দেড় মাসের বেশি হয়ে গেল। ইতিমধ্যে শান্তিপুর থানায় নিখোঁজ ডায়েরি করেছেন তাঁর পরিবার। তিনি মুর্শিদাবাদ বা উত্তর ২৪ পরগনার কোনও জায়গায় চলে গিয়েছেন কি না, পুলিশ খোঁজ করছে।

Advertisement

শান্তিপুর থানার ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েত এলাকার সবুজপল্লির বছর উনিশের ওই তরুণের নাম অনুপ মণ্ডল। পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি। বছর দেড়েক আগে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে একটি মিষ্টির দোকানে কাজ করতে গিয়েছিলেন। সেখান থেকে মাঝে-মধ্যে বাড়ি ফিরতেন। তবে মাস আটেক আগে সেই দোকানের কাজ ছেড়ে বাড়ি ফিরে আসেন। তার পর কয়েক মাস যাবত রংমিস্ত্রির কাজ করছিলেন তিনি। অনুপের মা শোভারানী মণ্ডল বিবাহ-বিচ্ছেদের পরে দ্বিতীয় বার বিয়ে করেন বছর তিনেক আগে। প্রথম পক্ষের দুই ছেলেকে নিয়ে দ্বিতীয় স্বামীর সঙ্গে সংসার করেন তিনি। ছোট ছেলে দীপু স্থানীয় ফুলিয়া বিদ্যামন্দির স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মাস দেড়েক আগে বাড়ির সকলে নবলা পঞ্চায়েতের বুইচা মুন্সিপাড়া এলাকায় শোভার বাপের বাড়িতে যান। গত ১ সেপ্টেম্বর সকাল ৭টা নাগাদ সেখান থেকেই ‘একটু ঘুরে আসছি’ বলে বের হন অনুপ। তিন-চার ঘণ্টা পেরিয়ে গেলেও ফেরেননি। তাঁর মোবাইলে ফোন করেন শোভা। মোবাইল বন্ধ ছিল। এর পরে বিভিন্ন জায়গায় খোঁজ করেও সন্ধান মেলেনি। ২ সেপ্টেম্বর শান্তিপুর থানায় ডায়েরি করেন শোভা। মঙ্গলবার শোভা বলেন, “ছেলের ফোন এখনও বন্ধ। আমি যখন খুঁজতে বেরোই, কয়েক জন পরিচিত জানান, অনুপ স্টেশনের দিকে গিয়েছে। বলে গিয়েছে, মুর্শিদাবাদ যাচ্ছে। সেখানেও আমাদের আত্মীয়দের কাছে খোঁজ নিয়েছি। কিন্তু সন্ধান পাইনি।” ঠাকুরনগরে যে দোকানে অনুপ এক সময়ে কাজ করতেন, সেখানেও খোঁজ নেওয়া হয়েছে। হদিস মেলেনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন