অভিযোগ তুলে নিল ভক্তবালা

মামলা প্রত্যাহার করে নিল ভক্তবালা বিএড কলেজ। অতিরিক্ত ৩৯ জন ছাত্রছাত্রী ভর্তির পাশাপাশি আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল চাপড়ার ওই বিএড কলেজটির বিরুদ্ধে। ওই অতিরিক্ত ছাত্রছাত্রীরা কল্যাণী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত ভাবে অভিযোগ জানায়। আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক টিএমসিপির তন্ময় আচার্যের বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কৃষ্ণনগর শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৪ ০১:০৮
Share:

মামলা প্রত্যাহার করে নিল ভক্তবালা বিএড কলেজ। অতিরিক্ত ৩৯ জন ছাত্রছাত্রী ভর্তির পাশাপাশি আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল চাপড়ার ওই বিএড কলেজটির বিরুদ্ধে। ওই অতিরিক্ত ছাত্রছাত্রীরা কল্যাণী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত ভাবে অভিযোগ জানায়। আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক টিএমসিপির তন্ময় আচার্যের বিরুদ্ধে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভক্তবালা বিএড কলেজের অনুমোদন বাতিল করে দেয়। এর বিরুদ্ধে চ্যলেঞ্জ জানিয়ে কলেজ কর্তৃপক্ষ কলকাতা হাইকোর্টে মামলা করে। বিচারপতি দীপঙ্কর দত্ত ১৫ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন এনসিটিইকে। কিন্তু এরই মধ্যে ভক্তবালা বিএড কলেজ কর্তৃপক্ষ মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। সেই মতো তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে মামলা প্রত্যাহার করার সিদ্ধান্তর কথা জানিয়েও দেয়। এদিন তারা মামলা প্রত্যাহার করে নেন। কলেজের পরিচালন সমিতির সম্পাদক অমর বিশ্বাস বলেন, “বিশ্ববিদ্যালয় আমাদের কলেজের অনুমোদন ফিরিয়ে দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছে। সেই কারণেই আমরা মামলা প্রত্যাহার করে নিলাম। কারণ অনুমোদনই যদি আমরা ফিরে পাই তাহলে তো আমাদের আর মামলা চালানোর কোনও প্রয়োজন নেই।” তবে এসবের মধ্যে হতাশ ভক্তবালা বিএড কলেজের অতিরিক্ত ছাত্রছাত্রীরা। তাদেরই মধ্যে এক ছাত্রীর অভিযোগ, “সব কিছু ঠিকঠাকই হয়ে যাচ্ছে। শুধু আমাদের কথাই কেউ ভাবছে না। সব কলেজে ফাইনাল টিচিং ও প্রাকটিক্যাল পরীক্ষা প্রায় শেষ হতে চলল। অথচ আমাদের ক্ষেত্রে কোনও উচ্চবাচ্যই করছে না।” যদিও বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, মামলা প্রত্যাহারের বিষয়টি একান্ত ভাবেই ভক্তবালা বিএড কলেজ কর্তৃপক্ষের নিজস্ব সিদ্ধান্ত। তবে অনুমোদন ফিরিয়ে নেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোনও আধিকারিক মন্তব্য করতে চাননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন