উচ্চমাধ্যমিকের পরীক্ষাকেন্দ্র নিয়ে ক্ষোভ

অন্য বারের এ বছর তাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্র অনেকটা দূরে পড়েছে। এই অভিযোগ নিয়ে পথে নামল সাগরপাড়া হাইস্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের একাংশ। শনিবার স্কুলের সামনে ক্ষুব্ধ পরীক্ষার্থীরা সাগরপাড়া-বহরমপুর রাজ্য সড়কও অবরোধ করে। শনিবার স্কুলের সামনে ক্ষুব্ধ পরীক্ষার্থীরা সাগরপাড়া-বহরমপুর রাজ্য সড়কও অবরোধ করে। মঙ্গলবার একই ইস্যুতে ওই পরীক্ষার্থীদের একাংশ জলঙ্গির বিডিও-র সঙ্গে দেখাও করতে যায়। বিক্ষোভকারীদের দাবি, গত দু’বছর ধরে দশ কিলোমিটার দূরে ঘোষপাড়া সর্বপল্লী বিদ্যানিকেতনে পরীক্ষা হয়ে আসছিল। এ বছর তা বাতিল করে জলঙ্গির একটি দূরের স্কুলে পরীক্ষাকেন্দ্র করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ডোমকল শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ২০:২৫
Share:

অন্য বারের এ বছর তাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্র অনেকটা দূরে পড়েছে। এই অভিযোগ নিয়ে পথে নামল সাগরপাড়া হাইস্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের একাংশ।

Advertisement

শনিবার স্কুলের সামনে ক্ষুব্ধ পরীক্ষার্থীরা সাগরপাড়া-বহরমপুর রাজ্য সড়কও অবরোধ করে। মঙ্গলবার একই ইস্যুতে ওই পরীক্ষার্থীদের একাংশ জলঙ্গির বিডিও-র সঙ্গে দেখাও করতে যায়। বিক্ষোভকারীদের দাবি, গত দু’বছর ধরে দশ কিলোমিটার দূরে ঘোষপাড়া সর্বপল্লী বিদ্যানিকেতনে পরীক্ষা হয়ে আসছিল। এ বছর তা বাতিল করে জলঙ্গির একটি দূরের স্কুলে পরীক্ষাকেন্দ্র করা হয়েছে। ফলে যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা হবে বলে অভিযোগ ওই ক্ষুব্ধ পড়ুয়াদের।

সাগরপাড়া হাই স্কুলের পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে জলঙ্গি হাই স্কুলে। দুই স্কুলের মধ্যে দূরত্ব প্রায় পনেরো কিলোমিটার। ছাত্রছাত্রীদের অভিযোগ, চরের দুর্গম এলাকা থেকে পরীক্ষাকেন্দ্রে যেতে রীতিমতো সমস্যা হবে। পরীক্ষার্থী শীলা মণ্ডলের কথায়, ‘‘বাড়ি থেকে পরীক্ষাকেন্দ্রের দূরত্ব ২০ কিলোমিটারেরও বেশি। ফলে পরীক্ষার দিন সকাল সাতটার আগে বাড়ি থেকে বেরোতে হবে।’’ আর এক পরীক্ষার্থী রাজীব শাহ-এর বক্তব্য, ‘‘আমাদের স্কুলের অনেক পড়ুয়ার বাড়ি চর এলাকায়। চরের যাতায়াত ব্যবস্থা খারাপ হওয়ায় তাদের দূরের পরীক্ষাকেন্দ্র যেতে সমস্যা হবে।” সমস্যার কথা জানাতে মঙ্গলবার পড়ুয়ারা জলঙ্গির বিডিও-র সঙ্গেও দেখা করতে যায়। কিন্তু বিডিও না থাকায় দেখা হয়নি। বিডিও সাধন দেবনাথ বলেন, ‘‘ছুটিতে থাকায় পরীক্ষার্থীদের সঙ্গে কথা হয়নি। শুনেছি ওরা শনিবার স্কুলের সামনে রাস্তা অবরোধ করেছিল। পরীক্ষার্থীদের সঙ্গে পরে কথা বলব।’’ যদিও প্রশাসনের একটি অংশের দাবি, ওই স্কুলের কাছাকাছি অন্য স্কুলগুলির সাব ভেনু হল সাগরপাড়া।

Advertisement

তাই নিয়ম মেনে সাগরপাড়া হাই স্কুলের পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্র জলঙ্গিতে করা হয়েছে। সাব ভেনুর অধীন কোনও স্কুলে সাগরপাড়ার পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্র হওয়ায় বিগত বছরগুলিতে অনেক সমস্যা হয়েছিল। তাই এ বছর পরীক্ষাকেন্দ্র সরিয়ে জলঙ্গিতে করা হয়েছে। তাছাড়া পর্ষদের নিয়ম মেনে ১৫ কিলোমিটারের মধ্যেই পরীক্ষাকেন্দ্র স্থির করা হয়েছে। সাগরপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক ইয়াসিন আলি বলেন, ‘‘এ বছর আচমকা পরীক্ষাকেন্দ্র পরিবর্তন করায় পড়ুয়ারা সমস্যায় পড়েছে। বিষয়টি শিক্ষা দফতরেরও গোচরে এনেছি।” উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের মুর্শিদাবাদ জেলার আহ্বায়ক শেখ ফুরকান অবশ্য সাফ বলছেন, ‘‘নিয়ম মেনে ১৫ কিলোমিটারের মধ্যে পরীক্ষাকেন্দ্র ঠিক করা হয়েছে। কোনওমতেই পরীক্ষাকেন্দ্র বদলানো যাবে না।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন