বুধবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের সুতাহাটা কুঁকড়াহাটি বাজার থেকে এক শিশু শ্রমিককে উদ্ধার করল পুলিশ। উদ্ধার হওয়া ওই বালকের নাম শুভজিৎ পন্ডা। বয়স ১২। ওই কিশোরের মা মৌমিতা পন্ডা হলদিয়ার মঞ্জুশ্রীতে আর এক শিশু সন্তান-সহ ভাড়া থাকেন। শুভজিৎ মাস ছয়েক আগে পড়া ছেড়ে দেয়। তারপর থেকে সে কুঁকড়াহাটি বাজারে একটি মিষ্টির দোকানে কাজ করত। বুধবার দোকানের মালিক অক্ষয় সেনের এক আত্মীয় শুভজিৎকে মারধর করে বলে অভিযোগ। ওই কিশোরের মা মৌমিতা পন্ডা জানিয়েছেন, ‘‘অভাবের তাড়নায় ছেলেকে কাজে পাঠিয়েছিলাম।’’ অক্ষয় সেন পলাতক। শিশুটিকে হোমে পাঠানো হয়েছে। পুলিশ দোকান মালিকের সন্ধান করছে।