গাফিলতির অভিযোগ

চিকিৎসার গাফিলতিতে গর্ভস্থ অবস্থায় এক শিশু মৃত্যুর অভিযোগ উঠল শান্তিপুর হাসপাতালে। ওই ঘটনায় শনিবার হাসাপাতালে উত্তেজনা ছড়ায়। প্রসূতির পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত ভাবে অভিযোগ করেছেন। হাসপাতালের সুপার সমরজিৎ অধিকারী বলেন, ‘‘অভিযোগ পাওয়ার পরে আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৫ ০০:২০
Share:

চিকিৎসার গাফিলতিতে গর্ভস্থ অবস্থায় এক শিশু মৃত্যুর অভিযোগ উঠল শান্তিপুর হাসপাতালে। ওই ঘটনায় শনিবার হাসাপাতালে উত্তেজনা ছড়ায়। প্রসূতির পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত ভাবে অভিযোগ করেছেন। হাসপাতালের সুপার সমরজিৎ অধিকারী বলেন, ‘‘অভিযোগ পাওয়ার পরে আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।’’ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল ৯টা নাগাদ প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিলেন শান্তিপুরের বেড়পাড়া এলাকার বাসিন্দা বুলা বিবি। অভিযোগ, সন্ধ্যের পর থেকে তার মারত্মক প্রসব যন্ত্রণা শুরু হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের বারবার বলা সত্ত্বেও তার গুরুত্ব দেননি। শেষ পর্যন্ত রাত ১১টা নাগাদ তিনি একটি মৃত সন্তান প্রসব করেন। স্বামী আশাদুল আলি ওস্তাগার বলেন, ‘‘প্রথম থেকে গুরুত্ব না না দেওয়ার কারণেই আমার স্ত্রী মৃত সন্তান প্রসব করেছে। আমরা এই ঘটনার সঙ্গে যুক্ত চিকিৎসক ও নার্সদের শাস্তি চাই।’’ শিশুটির মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement