গুলি করে খুন

বাড়ি ফেরার পথে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অমর সিংহ হাজারি (৩৬)। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদহে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৫ ০১:৪৭
Share:

বাড়ি ফেরার পথে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অমর সিংহ হাজারি (৩৬)। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদহে। ওই ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন তার বন্ধু চাঁদ কাদের কাজি। দু’জনের বাড়ি মহারাষ্ট্রের খানপুরে। ব্যবসার সূত্রে তাঁরা চাকদহের ৮ নম্বর ওয়ার্ডে‌র উত্তর ঘোষপাড়া এলাকায় থাকতেন। মৃতের বন্ধু চাঁদ কাদের এ ব্যাপারে পুলিশের কাছে খুনের অভিযোগ দায়ের করেছেন। জেলা পুলিশ সুপার ভরতলাল মিনা বলেন, ‘‘নির্দিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়নি।’’ তিনি জানান, প্রাথমিক ভাবে ছিনতাইয়ের জন্য খুন হয়েছে বলে মনে হচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাকদহ বাজারে ওই দু’জন সোনার ব্যবসা করতেন। এ দিন রাত সাড়ে ১১টা নাগাদ তাঁরা বাড়ি ফিরছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement