দুই কাকার বিয়ের জন্য কড়াইয়ে মিষ্টি তৈরি হচ্ছিল। গরম সেই কড়াইয়ে পড়ে মৃত্যু হল ভাইপোর। মৃতের নাম মৈনাক ঘোষ (৩)। বাড়ি নওদার ঘোড়ামারা গ্রামে। চিকিৎসাধীন অবস্থায় এগারো দিন থাকার পরে শুক্রবার সকালে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় মৈনাকের। ১৬ ডিসেম্বর শিশুটির কাকা মিঠুন ঘোষের বিয়ে ছিল। সেই উপলক্ষে আগের দিন মিষ্টি তৈরি হচ্ছিল। েসহ সেই মিষ্টি রাখা ছিল ঘরে। মৈনাক পাশেই বেলুন নিয়ে খেলছিল। আচমকা সে ওই গরম মিষ্টির কড়াইয়ে পড়ে যায়।