টুকরো খবর

শাসকদল নিয়ন্ত্রিত প্রাথমিক শিক্ষকদের দ্বিতীয় জেলা সম্মেলনে শনিবার নদিয়ার রানাঘাটে এসে সিপিএম-কে সুযোগসন্ধানী বলে মন্তব্য করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, “সিপিএম লোকসভা নির্বাচনের পর কেন্দ্রীয় সরকারে অংশ নেয় না। আসলে ওরা কাজ করতে ভয় পায়। তাই বাইরে থেকে কোনও সরকারকে সমর্থন করে। আমাদের সমস্ত প্রার্থীদের জেতান। ভোটের পর আমরা সরকার গড়ব।”

Advertisement
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৪ ০২:১৩
Share:

সিপিএম সুযোগসন্ধানী, সম্মেলনে বললেন ব্রাত্য

Advertisement

শাসকদল নিয়ন্ত্রিত প্রাথমিক শিক্ষকদের দ্বিতীয় জেলা সম্মেলনে শনিবার নদিয়ার রানাঘাটে এসে সিপিএম-কে সুযোগসন্ধানী বলে মন্তব্য করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, “সিপিএম লোকসভা নির্বাচনের পর কেন্দ্রীয় সরকারে অংশ নেয় না। আসলে ওরা কাজ করতে ভয় পায়। তাই বাইরে থেকে কোনও সরকারকে সমর্থন করে। আমাদের সমস্ত প্রার্থীদের জেতান। ভোটের পর আমরা সরকার গড়ব।” শিক্ষামন্ত্রী এ প্রসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার সম্ভাবনার কথা উল্লেখ করেন। তাঁর বক্তব্য, “জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী পদে বসার অনুমতি দেয়নি। তারপর জ্যোতিবাবু বিষয়টিকে ‘ঐতিহাসিক ভুল বলে উল্লেখ করেন।” জেলা সফরে গিয়ে মুখ্যমন্ত্রী নিয়ম করে বিজেপি’র সমালোচনা করছেন। এ দিন ব্রাত্য বসুও তাঁর নেত্রীর সুরে সুর মিলিয়ে বিজেপিকে এক হাত নেন। নরেন্দ্র মোদী প্রসঙ্গে ব্রাত্যবাবু বলেন, “গুজরাট দাঙ্গার সময় মোদী নিষ্ক্রিয় ছিলেন। এখন আবার বাংলাকে ভাগ করার চক্রান্ত করছে বিজেপি।”

Advertisement

মনোনয়ন জমা

নিজস্ব সংবাদদাতা • শান্তিপুর

শান্তিপুর বিধানসভার উপনির্বাচনে শনিবার মনোনয়নপত্র জমা দিলেন সিপিএম প্রার্থী অনুপ ঘোষ। চাকদহ বিধানসভাতেও উপ-নির্বাচন হচ্ছে। ওই কেন্দ্রেও সিপিএম প্রার্থী বিশ্বনাথ গুপ্ত মনোনয়নপত্র জমা দেন।

বাস উল্টে জখম

নিয়ন্ত্রণ হারিয়ে সেনা বোঝাই একটি বাস উল্টে ২৩ জন জখম হয়েছেন। শনিবার দুপুরে নদিয়ার চাকদহের নরপতিপাড়া এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরের ঘটনা। জখমদের কল্যাণীর জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানায়, এ দিন দুপুরে ২৩ জন ইএফআর জওয়ানকে নিয়ে বাসটি নির্বাচনের কাজে পশ্চিম মেদিনীপুর থেকে বহরমপুরে যাচ্ছিল। মাঝপথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যেতেই বিপত্তি।

তৃণমূলে যোগ কংগ্রেস কর্মীদের

ভোটের মুখে দলবল নিয়ে তৃণমূলে যোগ দিলেন কংগ্রেসের হিঙ্গলগঞ্জ ব্লক প্রচার কমিটির কনভেনার রবীন্দ্রনাথ মণ্ডল। শুক্রবার রাতে হাসনাবাদ থানার ভবাবনিপুরের শুলকুনিতে এক কর্মিসভায় বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইদ্রিশ আলির হাত থেকে দলীয় পতাকা তুলে নেন তিনি। তাঁর সঙ্গে কংগ্রেসের আরও শ’পাঁচেক কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দেন। তাঁদের বেশির ভাগই ভ্যানচালক। এ ছাড়াও সন্দেশখালির খুলনা পঞ্চায়েতের বিজেপির প্রাক্তন সদস্য বিশ্বজিৎ মণ্ডল, সিপিএমের রাধেশ্যাম দাস, কংগ্রেসের ব্লক সভাপতি সঞ্জয় মণ্ডল ও মহিতোষ গায়েন-সহ কয়েকশো সমর্থক তৃণমূলে যোগ দেন। তাঁদের দাবি, উন্নয়নের স্বার্থেই তৃণমূলে যোগ দিয়েছেন তাঁরা।

শনিবার সাগরদিঘির রতনপুর ময়দানে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করলেন রাজ্যসভার সাংসদ মিঠুন চক্রবর্তী ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। ওই সভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী শেখ নুরুল ইসলাম, রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা ও জেলার নেতারা। মিঠুন আসবেন শুনে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। মিঠুনও তাঁদের নিরাশ করেননি। সিনেমার সংলাপ শুনিয়েছেন এদিনও। তথ্য ও ছবি: অর্কপ্রভ চট্টোপাধ্যায়।

জলঙ্গিতে ভাইচুং ভুটিয়া। ছবি: বিশ্বজিৎ রাউত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন