বাজারে বিনামূল্যে ওজন মাপার যন্ত্র

মাছ বা মাংসের দোকানে ওজনে কম দেওয়া নিয়ে প্রায়ই অভিযোগ উঠত। বাজারের সেই অপবাদ দূর করে সুনাম ধরে রাখতে কৃষ্ণনগরের গোয়াড়ি বাজারে বিনামূল্যে ওজন মাপার যন্ত্র বসিয়েছে খুচরো মৎস্য ব্যবসায়ী সমিতি। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনও ব্যবসায়ী ওজনে কম দিয়েছেন বলে যন্ত্রে ধরা পড়ে তাহলে তাঁকে এক হাজার এক টাকা জরিমানা করা হবে।

Advertisement
শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৫ ০০:২২
Share:

মাছ বা মাংসের দোকানে ওজনে কম দেওয়া নিয়ে প্রায়ই অভিযোগ উঠত। বাজারের সেই অপবাদ দূর করে সুনাম ধরে রাখতে কৃষ্ণনগরের গোয়াড়ি বাজারে বিনামূল্যে ওজন মাপার যন্ত্র বসিয়েছে খুচরো মৎস্য ব্যবসায়ী সমিতি। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনও ব্যবসায়ী ওজনে কম দিয়েছেন বলে যন্ত্রে ধরা পড়ে তাহলে তাঁকে এক হাজার এক টাকা জরিমানা করা হবে। সেই সঙ্গে সাত দিন ব্যবসা বন্ধ রাখতে হবে। অন্যদিকে, ক্রেতাকে পুরস্কার হিসাবে পাঁচশো এক টাকা দেওয়া হবে। ওই যন্ত্র বসানোর পরে এখনও পর্যন্ত দু’জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে বলে জানান ব্যবসায়ী কমিটির সম্পাদক তাপস বিশ্বাস। এমন পদক্ষেপে খুশি ক্রেতারাও।

Advertisement

তথ্য ও ছবি: সুদীপ ভট্টাচার্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement