তেহট্ট হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক এবং নার্স নিয়োগের দাবিতে বিধানসভায় সরব হলেন সিপিএম বিধায়ক রঞ্জিত মণ্ডল। বিধানসভা অধিবেশনের প্রথমার্ধে মঙ্গলবার তিনি বলেন, ‘‘বাম জমানায় ওই হাসপাতালটি তৈরি হয়েছিল। এখন প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক নেই। নার্সও কম।’’ হাসপাতালে শিশু বিভাগ এবং তেহট্ট মহকুমায় পুলিশ মর্গের দাবিও বিধানসভায় তোলেন তিনি।