বছর ছয়েকের এক শিশুকে খুনের অভিযোগে গ্রেফতার হল তার কাকিমা। হরিহরপাড়ার নাজিরপুরে মৃত ওই শিশুর নাম খুর্শিদা খাতুন। তাকে খুনের অভিযোগে হানুফা বিবি নামে এক মহিলাকে বৃহস্পতিবার পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল থেকে ওই শিশুটির ওই শিশুটির কোনও হদিস মিলছিল না। বুধবার সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার দেহ উদ্ধার হয়। ঘটনার পর হানুফা বিবির চলনবলনে অস্বাভাবিকত্ব দেখতে পান এলাকার লোকজন। তাঁরা ওই মহিলাকে পুলিশের হাতে তুলে দেন। জেরার পর পুলিশ ওই মহিলাকে গ্রেফতার করে।