স্কুল শিশু শ্রমিকদের

জেলার বন্ধ হয়ে থাকা ১৪০টি শিশু শ্রমিক বিদ্যালয় চালুর উদ্যোগ নিল জেলা প্রশাস। বুধবার সন্ধ্যায় মুর্শিদাবাদের জেলাশাসক ওয়াই রত্নাকর রাওয়ের সভাপতিত্বে জাতীয় শিশু শ্রমিক প্রকল্প কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৬ ০২:১০
Share:

জেলার বন্ধ হয়ে থাকা ১৪০টি শিশু শ্রমিক বিদ্যালয় চালুর উদ্যোগ নিল জেলা প্রশাস। বুধবার সন্ধ্যায় মুর্শিদাবাদের জেলাশাসক ওয়াই রত্নাকর রাওয়ের সভাপতিত্বে জাতীয় শিশু শ্রমিক প্রকল্প কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) সমনজিৎ সেনগুপ্ত জানান, জেলার প্রতিটি শিশু শ্রমিক বিদ্যালয়ের ছাত্র সংখ্যা জানতে সমীক্ষা করা হবে। ওই স্কুলগুলির শিক্ষক ও ছাত্রদের বকেয়া ভাতার মেটানোর আবেদন জানিয়ে কেন্দ্রকে চিঠিও দেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement